scorecardresearch

ঝোপ বুঝেই কোপ মারল গোয়েঙ্কার লখনৌ! কোহলিকে তীব্র আক্রমণে ফলাফালা গম্ভীরের ফ্র্যাঞ্চাইজির

কোহলিকে এবার ঝেড়ে একশা করল লখনৌ সুপার জায়ান্টস

ঝোপ বুঝেই কোপ মারল গোয়েঙ্কার লখনৌ! কোহলিকে তীব্র আক্রমণে ফলাফালা গম্ভীরের ফ্র্যাঞ্চাইজির

যতদিন এগোচ্ছে কোহলি-বিরোধীদের সংখ্যা বেড়েই চলেছে। দেশের একাধিক প্রাক্তন ক্রিকেটারদের সঙ্গে কোহলির সম্পর্ক এখন আদায় কাঁচকলায়। এই তালিকায় রয়েছেন গৌতম গম্ভীর, সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে অনিল কুম্বলের মত মহারথীরা। বর্তমান প্রজন্মের অনেক ক্রিকেটারের সঙ্গেই ঠান্ডা লড়াই রয়েছে কোহলি। রোহিত শর্মার সঙ্গে ইগোর লড়াই নিয়ে একসময় উত্তাল হয়েছিল দুনিয়া। মিচেল জনসন থেকে উঠতি তারকা ক্রিকেটার নভিন উল হকের সঙ্গে মাঠেই লড়াই বেঁধে গিয়েছিল কোহলির। এবার আইপিএলে গোটা একটা ফ্র্যাঞ্চাইজিকেই চটিয়ে দিয়েছেন তিনি।

আরসিবি বনাম লখনৌ ম্যাচে কোহলির সঙ্গে প্ৰথমে নভিন উল হক, তারপর কাইল মায়ের্স এবং তারপর কুখ্যাত গম্ভীরের সঙ্গে সংঘাত এখনও আইপিএলের ইতিহাসে অন্যতম বিতর্কিত বিষয়। সেই ম্যাচের পর ঝামেলা না মিটিয়ে ফ্র্যাঞ্চাইজিদের তরফেও বিতর্কে উস্কানি দেওয়া হয়েছিল। আরসিবির তরফে যে ভিডিও পোস্ট করা হয়েছিল তাতে কোহলিকে প্রতিপক্ষের সম্পর্কে কটূক্তি করতে শোনা গিয়েছিল।

আরও পড়ুন: সৌন্দর্যে লজ্জায় ফেলবেন বলি অভিনেত্রীদেরও! কোহলির দুর্দশায় গিলের সেই বোনকে গালিগালাজের ফোয়ারা

সেই সময় লখনৌ ফ্র্যাঞ্চাইজি চুপ করে ছিল। এবার ঝোপ বুঝে কোপ মারল সঞ্জীব গোয়েঙ্কার আইপিএল দল। আরসিবি ছিটকে যেতেই কোহলির গায়ে জ্বালা ধরিয়ে পোস্ট করল লখনৌ। যাতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

কোহলি আরসিবিকে প্লে অফে তুলতে চেষ্টার কসুর করেননি। হায়দরাবাদের বিরুদ্ধে বিধ্বংসী শতরানের পর গুজরাটের বিপক্ষে মাস্ট উইন ম্যাচে কোহলি একা সেঞ্চুরি করে দলকে ১৯৭ রানের নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিয়েছিলেন। এই নিয়ে টানা দুটো আইপিএল শতরানের নিরিখে কোহলি ছুঁয়ে ফেলেন শিখর ধাওয়ান, জস বাটলারকে। সেই সঙ্গে এককভাবে সবথেকে বেশি আইপিএল শতরানের মালিকও হয়ে গিয়েছেন কোহলি।

কোহলির সেই উৎসবের মঞ্চেই জল ঢেলে দিয়েছেন শুভমান। দুর্ধর্ষ শতরান করে লড়াই কার্যত একপেশে করে দেন তিনি। বিজয়শঙ্করের সঙ্গে ১২৩ রানের পার্টনারশিপে এলেবেলে ম্যাচ গুজরাট শেষ পর্যন্ত ৬ উইকেটে জিতে যায়।

আর গিলের দুরন্ত শতরানের পরেই লখনৌয়ের তরফে সোশ্যাল মিডিয়ায় লেখা হল, “প্রিন্স? ও তো ইতিমধ্যেই কিং।” শুভমানকে অনবদ্য ইনিংসের পরেই ক্রিকেট মহলে বলাবলি শুরু হয়ে গিয়েছিল কোহলি যদি ‘কিং’ হয়, তাহলে শুভমান গিল নির্ঘাত ‘প্রিন্স’। তবে লখনৌ শুভমানকে প্রিন্স নয়, কিং হিসাবেই দেখছে। কোহলি তাদের মতে অন্তত কিং নয়।।এই পোস্টেই তা স্পষ্ট।

কোহলি প্লে অফের আগেই ছিটকে যাওয়ায় এর আগে নভিন উল হককে ব্যাঙ্গাত্মক পোস্ট করেন। আরসিবি গুজরাটের কাছে হারের পরেই নভিন উল হক ইন্সটা-য় এক মিম শেয়ার করেছেন, যেখানে এক ব্যক্তিকে তুমুল অট্টহাসিতে ফেটে পড়তে দেখা গিয়েছে।

সবমিলিয়ে কোহলি বনাম লখনৌ ফ্র্যাঞ্চাইজির দ্বৈরথ আরও তীব্র হল।

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2023 lucknow super giants takes subtle dig at virat kohli mentioning shubman gill century sparks controversy