scorecardresearch

মারাত্মক সংঘর্ষে সিরাজ-কার্তিক! মুম্বই-আরসিবি ম্যাচের দৃশ্য দেখে শিউরে উঠবেন আপনিও, দেখুন

IPL 2023, Royal Challengers Bangalore vs Mumbai Indians: ভয়ঙ্কর কাণ্ড ঘটল চিন্নাস্বামী স্টেডিয়ামে। দেখুন ভিডিও

মারাত্মক সংঘর্ষে সিরাজ-কার্তিক! মুম্বই-আরসিবি ম্যাচের দৃশ্য দেখে শিউরে উঠবেন আপনিও, দেখুন

ফিল্ডিং করার সময় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়লেন আরসিবির মহম্মদ সিরাজ এবং দিনেশ কার্তিক। রবিবার মুম্বই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন রোহিত শর্মার ক্যাচ ধরতে গিয়ে সরাসরি একে অন্যের ওপর আছড়ে পড়লেন দুজন।

পুল শট হাঁকাতে গিয়েছিলেন রোহিত। তবে ব্যাটের নিচের দিকে লেগে সোজা আকাশে উঠে যায়। আর এরপরেই ক্যাচ ধরতে ছুটে যান দিনেশ কার্তিক এবং মহম্মদ সিরাজ দুজনে। একে অন্যকে দেখতে পাননি দুজনেই। তাই কল-ও করেননি। অতর্কিতেই দুজনে পরস্পরযে ধাক্কা মেরে বসেন।ক্যাচ ধরতে পারেননি দুজন। মাটিতেই বল ল্যান্ড করে। জীবন পান রোহিত শর্মা।

এরপরে দুজনে নিজেদের ফিল্ডিং পজিশনে ফেরত যাওয়ার সময় কার্তিক ইঙ্গিতে বলার চেষ্টা করেন, তিনি ক্যাচের জন্য কল করেছিলেন। বড়সড় সংঘর্ষে জড়ালেও কেউই চোটের শিকার হননি, দেখে স্বস্তির নিঃশ্বাস পড়ে ক্রিকেট মহলের।

তবে জীবন পেয়েও বেশিক্ষণ টিকতে পারেননি হিটম্যান। আকাশদীপের পরের ওভারেই দিনেশ কার্তিকের হাতেই ক্যাচ তুলে বিদায় নেন তিনি।

প্ৰথমে ব্যাট করতে নেমে চিন্নাস্বামীতে মুম্বই ইন্ডিয়ান্স ব্যাটিং বিপর্যয়ে পড়ল। আর সেই বিপর্যয় কাটিয়ে মুম্বইকে সম্মানজনক স্কোরে পৌঁছে নায়ক তিলক ভার্মা। আরসিবি বোলারদের সামনে মুম্বই একসময় ৪৮/৪ হয়ে গিয়েছিল। স্কোরবোর্ড একশো পেরোবে কিনা, তা নিয়েই সংশয় তৈরি হয়েছিল। সেখান থেকেই দারুণভাবে মুম্বই কামব্যাক করল তিলক ভার্মার ব্যাটে ভর করে। উঠতি তারকা ৪৬ বলে ৮৪ রানের বিষ্ফোরক ইনিংস দলের ত্রাতা হলেন রবিবার রাতে।

পাওয়ার প্লে-র মধ্যেই মুম্বই চলতি সিজনের প্ৰথম ম্যাচে ধসে গিয়েছিল। ঈশান কিষান (১০), রোহিত শর্মা (১), ক্যামেরন গ্রিন (৫) ফিরে যাওয়ার পর সূর্যকুমার নিজের বিশ্রী ফর্মের ধারাবাহিকতা বজায় রেখে মাত্র ১৫ রানে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন।

এরপরে মুম্বইয়ের ব্যাটিংকে উদ্ধার করেন তিলক ভার্মা। প্ৰথমে নেহাল ওয়াদেরাকে সঙ্গে নিয়ে দলের ব্যাটিং বিপর্যয় রোধ করে হাফসেঞ্চুরি পার্টনারশিপ গড়ে যান। তারপরে টেলএন্ডারদের সঙ্গে নিয়ে দলকে ১৭১-এ পৌঁছে দেন। নিজের ইনিংসে ৯টা বাউন্ডারির পাশাপাশি চারটে ওভার বাউন্ডারিও হাঁকিয়ে যান তিনি।

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2023 mi vs rcb rcbs mohammed siraj dinesh karthik collide with each other mumbai indians rohit sharma catch