/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/04/rinku-kohli.jpg)
রবিবার থেকেই ক্রিকেটপ্রেমীদের মুখে মুখে মুখে একটাই নাম- রিঙ্কু সিং। ২৫ বছরের কেকেআরের তারকা টানা পাঁচ ছক্কা হাঁকিয়ে অবিশ্বাস্য রান চেজ করেছেন। গুজরাটের মাটিতেই হার্দিকদের ধরাশায়ী করেছেন। উত্তরপ্রদেশের তারকা ব্যাটার ২১ বলে ৪৮ করে যান। একটা বাউন্ডারি এবং হাফডজন ছক্কার সাহায্যে। স্রেফ একটা ইনিংসেই টি২০ ক্রিকেটে কার্যত অমরত্ব পেয়ে গিয়েছেন তিনি।
আর রিঙ্কুর অবিশ্বাস্য ব্যাটিং প্রতিভা দেখে এতটাই মুগ্ধ হয়ে গিয়েছেন মহম্মদ কাইফ যে সরাসরি ২৫ বছরের তারকার সঙ্গে তুলনা টেনে দিয়েছেন স্বয়ং বিরাট কোহলির। কোহলির সঙ্গে রিঙ্কুর সাদৃশ্য কোথায় জানাতে গিয়ে কাইফ কেরিয়ারের স্প্যানকে উল্লেখ করেছেন।
স্টার স্পোর্টসে কাইফ বলেছেন, "বিরাট কোহলি এই বয়সেই দুর্ধর্ষ খেলা শুরু করেছিলেন। আরসিবির হয়ে কোহলি কেরিয়ারের প্ৰথম দিকে ৫-৬ নম্বরে ব্যাটিং করত। রিঙ্কু এখন সেটাই করছে। কী অসাধারণ একটা পারফরম্যান্স! শেষ যে ছক্কাটা ও হাঁকাল, সেটা আদতে সপাটে হাঁকানো যাকে বলে। কেউই বিশ্বাস করেনি কেকেআর জিতবে। অনেকেই টিভি বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু রিঙ্কু ক্রিজে ছিল।"
কেকেআরের হয়ে চলতি সিজনে ব্যাট করতে নেমে লোয়ার অর্ডারে রিঙ্কু এখনও পর্যন্ত ৩ ইনিংসে ১৬৮.৯৭ স্ট্রাইক রেটে ৯৮ করেছেন। রবিবারের ঐতিহাসিক ইনিংসের আগে ইডেনে আরসিবির বিপক্ষেও ষষ্ঠ উইকেটে রিঙ্কু ১০৩ রানের পার্টনারশিপে অংশ নিয়েছিলেন। জোড়া জয় নিয়ে কেকেআর আপাতত সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে ইডেনে শুক্রবার।
Read the full article in ENGLISH