Advertisment

চ্যাম্পিয়ন হয়েই অপারেশনের টেবিলে ধোনি! IPL শেষ হতেই তোলপাড় ফেলা খবর

ধোনিকে নিয়ে বড়সড় আপডেট এবার সরাসরি

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

আইপিএলের পরেই হাঁটুতে অস্ত্রোপচার করতে হল মহেন্দ্র সিং ধোনিকে। বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই হাসপাতালে অস্ত্রোপচার হয় পঞ্চমবার আইপিএল জয়ী ক্যাপ্টেনের। গোটা আইপিএল খেলেছেন হাঁটুতে ব্যান্ডেজ জড়িয়ে। ঘটনাচক্রে এই হাসপাতালেই চলতি বছরের শুরুতে ঋষভ পন্থের হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল দুর্ঘটনার পর।

Advertisment

একদিন আগেই সিএসকে দলের সিইও কাশি বিশ্বনাথন জানিয়েছিলেন, হাঁটুর চিকিৎসার জন্য মুম্বইয়ে থাকবেন ধোনি। অস্থিরোগ বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শও করবেন।

হাঁটুতে চোট নিয়ে খেললেও আইপিএল জুড়েই নিখুঁত উইকেটকিপিং করেছেন। ব্যাট করতে নামতেন লোয়ার অর্ডারে যাতে বেশি সিঙ্গলস না নিতে হয়। সংবাদসংস্থাকে কাশি বিশ্বনাথন জানিয়েছেন, "ধোনি বাঁ পায়ের হাঁটুর জন্য অস্থিরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। রিপোর্ট আসাএ পরেই ঠিক করা হবে অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে কিনা। এটা সম্পূর্ণ ওঁর সিদ্ধান্ত।"

সিএসকে সিইও-কে জিজ্ঞাসা করা হয়, ধোনি পরের মরশুমে খেললেন না। সেক্ষেত্রে কী ১৫ কোটি টাকা মিনি নিলামে ব্যবহার করতে পারে সিএসকে? কাশি বিশ্বনাথন সরাসরি জানান, "এরকম কোনও চিন্তা আপাতত আমাদের মাথায় নেই। এখনও সিদ্ধান্ত নেওয়ার সেই স্তরে আমরা পৌঁছয়নি। এটা পুরোটাই ধোনির সিদ্ধান্ত। তবে সিএসকের দৃষ্টিভঙ্গি থেকে বলতে পারি, আমরা এসব কিছুই ভাবছি না।"

পঞ্চমবার আইপিএল জয়ের পর ফ্র্যাঞ্চাইজি মালিক এন শ্রীনিবাসনের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। সিএসকে সিইও বলেন, "দলের সাফল্যে শ্রীনিবাসন খুব খুশি। তবে কোনও সেলিব্রেশন হবে না। আহমেদাবাদ থেকেই ক্রিকেটাররা নিজেদের গন্তব্যে রওনা হয়ে গিয়েছে। সিএসকে কোনওদিনই বিশালভাবে উদযাপন করে না।"

দলের একাধিক তারকার চোট-আঘাত। তা নিয়েই সিএসকেকে চ্যাম্পিয়ন করার জন্য ধোনিকেই পুরো কৃতিত্ব দিচ্ছেন বিশ্বনাথন। বলেছেন, "দলের সংহতি চূড়ান্ত পর্যায়ে ছিল। প্রত্যেকেই দলে নিজেদের ভূমিকা সম্পর্কে অবহিত ছিল। এই নিয়ম বরাবরই আমাদের দল মেনে চলে। বেন স্টোকসের মত তারকাও দলের সঙ্গে পুরোপুরি মিশে গিয়েছিলেন। দলের উঠতি তারকারাও সহজে ওঁর কাছে কোনও সমস্যায় ছুটে যেতে পারত। এই সংস্কৃতি পুরোটাই আমাদের ক্যাপ্টেন আমদানি করেছেন।"

Read the full article in HINDI

Chennai Super Kings CSK MS DHONI Mahendra Sing Dhoni IPL
Advertisment