scorecardresearch

শুক্রবারেই প্ৰথম ম্যাচ CSK-র! ধোনিকে নিয়ে বিরাট দুঃসংবাদে ছারখার চেন্নাই

ধোনিকে নিয়ে বড়সড় দুঃসংবাদ চেন্নাই শিবিরে

শুক্রবারেই প্ৰথম ম্যাচ CSK-র! ধোনিকে নিয়ে বিরাট দুঃসংবাদে ছারখার চেন্নাই

আইপিএলের উদ্বোধনী ম্যাচ শুক্রবার। গুজরাট টাইটান্স এবং সিএসকে মুখোমুখি নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। সেই ম্যাচেই সম্ভবত ধোনিকে ছাড়া খেলতে নামছে চেন্নাই। বাঁ পায়ের হাঁটুতে হালকা চোট রয়েছে মহাতারকার। এখনও অস্বস্তি অনুভব করছেন তিনি। তাই জোর করে মাঠে নামতে চাইছেন না তিনি। তাছাড়া দলে উইকেটকিপিং অপশনও সীমিত।

ধোনি না নামলে, দেখার সিএসকের নেতা হিসেবে হার্দিকের সঙ্গে টস করতে কে যান। সিএসকেতে ধোনির উত্তরসূরি ভাবা হচ্ছে বেন স্টোকসকে। তিনিও হালকা চোটে ভুগছেন। স্টোকস না পারলে নেতৃত্বের ব্যাটন হাতে দেখা যেতে পারে রবীন্দ্র জাদেজা অথবা রুতুরাজ গায়কোয়াডকে।

ম্যাচের আগে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুশীলনে এসেছিলেন ধোনি। তবে বৃহস্পতিবার ম্যাচের আগের দিন অনুশীলন করেননি তিনি। ধোনিকে দেখা যায় দীর্ঘক্ষণ গুজরাট টাইটান্স-এর মেন্টর গ্যারি কার্স্টেনের সঙ্গে কথা বলতে। যাঁর কোচিংয়ে ২০১১-য় ধোনি ভারতকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেন।

আরও পড়ুন: বোর্ডের কেন্দ্রীয় চুক্তি পাননি, এবার IPL-এ ক্যাপ্টেন হয়ে গেলেন টিম ইন্ডিয়ার তারকা

ওয়াকিবহাল মহলের খবর, ধোনির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শুক্রবার। তবে তাঁর খেলার সম্ভবনা একদমই ক্ষীণ। ধোনি খেলতে না পারলে ডেভন কনওয়েকে উইকেটকিপার হিসাবে দেখা যেতে পারে। আর কিউই তারকা না খেললে আম্বাতি রায়দু অথবা গায়কোয়াডকে উইকেটের পিছনে দেখা যেতে পারে।

জানা যাচ্ছে, গত কয়েকদিন ধরেই বাঁ পায়ের হাঁটুতে সমস্যায় ভুগছেন ধোনি। সোমবার চিদাম্বরম স্টেডিয়ামে আন্তঃস্কোয়াড প্র্যাকটিস ম্যাচ ছিল চেন্নাইয়ের। সেই ম্যাচে ব্যাট হাতে নামতে ইতস্তত বোধ করছিলেন। ডাগ আউটে সারাক্ষণ পায়ে নি-ক্যাপ লাগিয়ে বসে থাকতেও দেখা যায় মহাতারকাকে।

শেষমেশ ব্যাট করতে নামলেও ধোনি রান নিতে সমস্যায় পড়ছিলেন। খোঁড়াতে দেখা গিয়েছিল তাঁকে। রান নিতে গিয়ে বারেবারেই ক্রিজের মাঝে দাঁড়িয়ে পড়তেও দেখা যায় তাঁকে। সেই ম্যাচে আর উইকেটরক্ষকের ভূমিকা পালন করেননি ধোনি।

চেন্নাই শিবিরের আশা কয়েকদিন বিশ্রাম নিলেই ধোনি পুরোপুরি ফিট হয়ে উঠবেন। ঘরের মাঠে লখনৌ ম্যাচ রয়েছে আগামী সোমবার। সেই ম্যাচে ধোনিকে পাওয়া যাবে বলে ধারণা। তবে ধোনি যদি বেশ কিছু ম্যাচ খেলতে না পারেন, তাহলে নিজেদের কম্বিনেশনে অদলবদল করতে হবে চেন্নাইকে।

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2023 ms dhoni unlikely to take part in csks opening match against gujarat titans