scorecardresearch

কুকুরের আক্রমণের মুখে অর্জুন! IPL খেলতে গিয়ে একী বিপত্তিতে শচীন-পুত্র, দেখুন ভিডিও

বড়সড় বিপদে অর্জুন

কুকুরের আক্রমণের মুখে অর্জুন! IPL খেলতে গিয়ে একী বিপত্তিতে শচীন-পুত্র, দেখুন ভিডিও

প্লে অফে পৌঁছনোর প্রায় দোরগোড়ায় পৌঁছে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ১৪ পয়েন্ট হাতে নিয়ে মঙ্গলবার প্লে অফে ওঠার যুদ্ধে মুম্বই মুখোমুখি হয়েছে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে।

সেই ম্যাচের আগে বিপদের বার্তা পেল মুম্বই। অর্জুন তেন্ডুলকর এবার কুকুরের কামড়ের শিকার হলেন। সোমবার লখনৌয়ে অর্জুনের এমনই বিপদের মুখে পড়লেন তিনি। লখনৌ সুপার জায়ান্টসের তরফে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও পোস্ট করা হয়। যেখানে অর্জুনকে কুকুরের কামড়ের বিষয়টি যুধবীর সিং চরকের কাছে স্বীকার করে নিতে শোনা যাচ্ছে। সেই ভিডিওতেই অর্জুনকে স্বাগত জানাতে দেখা গিয়েছে লখনৌ স্পিডস্টার মহসিন খানকে।

একানা স্টেডিয়ামে সেই সময় অনুশীলনে ব্যস্ত ছিলেন মহসিন। যাইহোক, চলতি সিজনে প্রথমবার আইপিএলে অভিষেক ঘটেছে শচীন-পুত্রের। কেকেআরের বিরুদ্ধে প্ৰথমবার আইপিএল ময়দানে আবির্ভাব ঘটে তাঁর। চার ম্যাচে অর্জুনের নামের পাশে তিন উইকেট। ইকোনমি রেট ৯.৩৬। গুজরাট টাইটান্স-এর বিপক্ষে শেষবার মাঠে দেখা গিয়েছিল অর্জুনকে। ২ ওভারে সেই ম্যাচে ৯ রান খরচ করে ১ উইকেট তুলেও নিয়েছিলেন। তারপর থেকে মাঠে অর্জুনকে নামায়নি মুম্বই।

পয়েন্ট তালিকায় মুম্বই আপাতত দ্বিতীয় স্থানে। ১২ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লখনৌ রয়েছে চতুর্থ স্থানে।

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2023 mumbai indians arjun tendulkar bitten by dog