scorecardresearch

অর্জুন মোটেই ডেথ ওভার স্পেশ্যালিস্ট নয়, দুর্ধর্ষ হায়দরাবাদ ম্যাচের পরেই কালান্তক মন্তব্য বিশ্বকাপজয়ী IPL কোচের

অর্জুনকে নিয়ে কাটাছেঁড়া শুরু হয়ে গেল বিশ্ব ক্রিকেটে

অর্জুন মোটেই ডেথ ওভার স্পেশ্যালিস্ট নয়, দুর্ধর্ষ হায়দরাবাদ ম্যাচের পরেই কালান্তক মন্তব্য বিশ্বকাপজয়ী IPL কোচের

অর্জুন মোটেই ডেথ ওভার স্পেশ্যালিস্ট নন। এমনটাই এবার জানিয়ে দিলেন সানরাইজার্স হায়দরাবাদের প্রাক্তন কোচ টম মুডি।

মাত্র এক ম্যাচ আগেই আইপিএলে অভিষেক ঘটিয়েছিলেন স্বপ্নের ওয়াংখেড়েতে। তারপর হায়দরাবাদ ম্যাচেই অর্জুন তেন্ডুলকরের নামের পাশে প্ৰথম উইকেট। মঙ্গলবার ম্যাচে মুম্বই ১৪ রানে জয় পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। জয়ের হ্যাটট্রিক করেছেন রোহিত শর্মারা।

তবে মুম্বইয়ের জয় ছাপিয়ে গিয়েছে অর্জুনের প্ৰথম আইপিএল উইকেট। শেষ ওভারে ২০ রান ডিফেন্ড যেমন করেন, তেমন ভুবনেশ্বর কুমারকে আউট করে যান তিনি। বলের পেসের ঘাটতি পূরণ করলেন নিখুঁত লাইন লেন্থের মাধ্যমে। কেকেআর ম্যাচে মাত্র ২ ওভার বল করে খরচ করেন ১৭ রান। হাইস্কোরিং হায়দরাবাদ ম্যাচে অর্জুন দলের সবথেকে কৃপণতম বোলারও বটে। ২.৫ ওভারে ১৮ রানের বিনিময়ে অর্জুন ১ উইকেট সংগ্রহ করলেন।

তারপরেই ক্রিকেট বিশ্বে ঢেউ তুলে দিয়েছে অর্জুনের উইকেট-প্রাপ্তি। ইএসপিএন-কে ম্যাচের পর টম মুডি বলে দিয়েছেন, “যদি রণকৌশল প্রয়োগ করার দিক থেকে বিচার করা হয়, ও একদম ঠিকঠাক বোলিং করেছে। ওঁর লাইন, লেন্থ নিখুঁত ছিল। ফিল্ডিং প্ল্যানিং অনুযায়ী বোলিং করেছে। ফুল লেন্থে ইয়র্কারের কাছাকাছি বোলিং করে গিয়েছে ও। তবে গোটা ঘটনায় কিন্তু রোহিত তো বটেই অর্জুন বেশ চাপে ছিল। কারণ শেষ ওভারে অর্জুনকে দিয়ে বোলিং করাবে, এরকম কোনও পরিকল্পনা ছিল না রোহিতের। ওঁকে দলে নেওয়া হয়েছে নতুন বলে আক্রমণ করার জন্য। দুটো ম্যাচেই যা আমরা দেখেছি।”

“মিডল ওভারে বোলিং করার সম্ভাবনা রয়েছে ওঁর। তবে ও কোনওভাবেই ডেথ ওভারের স্পেশ্যালিস্ট নয়। তবে ও এদিনের পারফরম্যান্স-এ বুক উঁচু করে থাকতে পারে। টেলএন্ডারদের বোলিং করতে হয়েছিল। সেই সঙ্গে ডিফেন্ড করার জন্য ২০ রান-ও ছিল।”

যাইহোক, অর্জুন নিজের গেমপ্ল্যান জানাতে গিয়ে বলে দেন, “আমাদের প্ল্যান ছিল ফুল লেন্থে ওয়াইড বল করা। যাতে মাঠের লম্বা বাউন্ডারির দৈর্ঘ্য ব্যবহার করা হয়। যাতে ব্যাটসম্যান লম্বা দূরত্বের বাউন্ডারির দিকে শট হাঁকাতে বাধ্য হন ব্যাটসম্যানরা। যে কোনও সময় বোলিং করতে পছন্দ করি। ক্যাপ্টেন যে সময়ে চাইবে, সেই সময়েই বল করতে প্রস্তুত আমি। দলের গেমপ্ল্যানের জন্য নিজের সেরাটা দিতেও তৈরি আমি।”

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2023 mumbai indians arjun tendulkar not a death over specialist says tom moody