মাত্র এক ম্যাচ আগেই আইপিএলে অভিষেক ঘটিয়েছিলেন স্বপ্নের ওয়াংখেড়েতে। তারপর হায়দরাবাদ ম্যাচেই অর্জুন তেন্ডুলকরের নামের পাশে প্ৰথম উইকেট। মঙ্গলবার ম্যাচে মুম্বই ১৪ রানে জয় পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। জয়ের হ্যাটট্রিক করেছেন রোহিত শর্মারা।
তবে মুম্বইয়ের জয় ছাপিয়ে গিয়েছে অর্জুনের প্ৰথম আইপিএল উইকেট। শেষ ওভারে ২০ রান ডিফেন্ড যেমন করেন, তেমন ভুবনেশ্বর কুমারকে আউট করে যান তিনি। বলের পেসের ঘাটতি পূরণ করলেন নিখুঁত লাইন লেন্থের মাধ্যমে। কেকেআর ম্যাচে মাত্র ২ ওভার বল করে খরচ করেন ১৭ রান। হাইস্কোরিং হায়দরাবাদ ম্যাচে অর্জুন দলের সবথেকে কৃপণতম বোলারও বটে। ২.৫ ওভারে ১৮ রানের বিনিময়ে অর্জুন ১ উইকেট সংগ্রহ করলেন।
তারপরেই ক্রিকেট বিশ্বে ঢেউ তুলে দিয়েছে অর্জুনের উইকেট-প্রাপ্তি। তবে হায়দরাবাদ ম্যাচেই নেতিবাচক কারণেও শিরোনামে উঠে এলেন উঠতি তারকা।
মুম্বইয়ের ব্যাটিংয়ের সময় সম্প্রচারকারী চ্যানেলের তরফে একরি ক্লিপ দেখানো হয়। যেখানে অর্জুনকে দেখা যায় প্রি-ম্যাচ ড্রিলিং করছেন। সেই ক্লিপের পরেই ক্যামেরাম্যান প্যান করেন শচীনের দিকে। রবি শাস্ত্রী সেই সময় ধারাভাষ্য দেওয়ার সময় বলছেন, পুত্রকে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে দেখে শচীন নিশ্চয় দারুণ গর্বিত।
এরপরেই ক্যামেরা ম্যানের তরফে অর্জুনকে লেন্সে ধরা হয়। মাঠের বড়পর্দায় নিজেকে বারবার দেখে মেজাজ হারান শচীন-পুত্র। অশ্রাব্য গালি দিয়ে পাশে বসা তিলক ভার্মাকে তিনি বলে দেন, "আমাকে ইচ্ছা করে স্পটলাইটে আনা হচ্ছে।"
যাইহোক, অর্জুন নিজের গেমপ্ল্যান জানাতে গিয়ে বলে দেন, "আমাদের প্ল্যান ছিল ফুল লেন্থে ওয়াইড বল করা। যাতে মাঠের লম্বা বাউন্ডারির দৈর্ঘ্য ব্যবহার করা হয়। যাতে ব্যাটসম্যান লম্বা দূরত্বের বাউন্ডারির দিকে শট হাঁকাতে বাধ্য হন ব্যাটসম্যানরা। যে কোনও সময় বোলিং করতে পছন্দ করি। ক্যাপ্টেন যে সময়ে চাইবে, সেই সময়েই বল করতে প্রস্তুত আমি। দলের গেমপ্ল্যানের জন্য নিজের সেরাটা দিতেও তৈরি আমি।"