scorecardresearch

কোহলির কাটা ঘায়ে নুনের ছিঁটে! প্লে অফের আগেই বিরাট পতনে উদ্দাম উল্লাস নভিনের, দেখুন

প্লে অফের আগেই ছিটকে গেলেন কোহলি! উল্লাসে ফেটে পড়লেন নভিন, দেখুন

কোহলির কাটা ঘায়ে নুনের ছিঁটে! প্লে অফের আগেই বিরাট পতনে উদ্দাম উল্লাস নভিনের, দেখুন

গুজরাট টাইটান্স প্লে অফের দৌড় থেকে ছিটকে দিয়েছে আরসিবিকে। কোহলির আইপিএল ট্রফি জয়ের স্বপ্ন আরও একবার অপূর্ণ থাকল। আর আরসিবি প্লে অফের দৌড় থেকে ছিটকে যাওয়ার পরেই উল্লসিত নভিন উল হক।

কোহলির সঙ্গে চলতি সিজনেই আরসিবি বনাম লখনৌ ম্যাচে লেগে গিয়েছিল আফগান পেসারের। আরসিবির ঘরের মাঠে কোহলিদের হারানোর পর গম্ভীর মুখে চুপ থাকার ইশারা করেন। তারই পাল্টা দেন কোহলি লখনৌকে একানা স্টেডিয়ামে আরসিবি হারানোর পর। আর কোহলির সঙ্গে দ্বৈরথে অবতীর্ণ হন নভিন উল হক। প্ৰথমে উত্তপ্ত বাক্য বিনিময়, তারপর করমর্দনের সঙ্গে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। নাটকীয়ভাবে পুরো ঘটনায় জড়িয়ে যান নভিন উল হক, গৌতম গম্ভীর এবং বিরাট কোহলি। সেই ঘটনার শাস্তি স্বরূপ কোহলি এবং গম্ভীরের ম্যাচ ফির পুরো একশো শতাংশ কেটে নেওয়া হয়। নভিন উল হককে ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ ফাইন দিতে হয়।

যাইহোক, কোহলিরা হেরে ছিটকে যাওয়ার পরেই নভিন উল্লসিত। আনন্দের সরাসরি বহিঃপ্রকাশ ঘটালেন সোশ্যাল মিডিয়ায়। তিনি নিজের ইনস্টাগ্রাম একাউন্টে একই ছবি পোস্ট করেছেন। যেখানে এক ব্যক্তিকে অট্টহাসিতে ফেটে পড়তে দেখা যাচ্ছে।

এর আগেও কোহলিকে ইনস্টাগ্রামে পরোক্ষে ঠুকেছিলেন আফগান তারকা। আরসিবি বনাম মুম্বই ম্যাচে কোহলিরা হারতেই ব্যাঙ্গাত্মক পোস্ট করেন নভিন।

আরসিবির বিপক্ষে মুম্বইয়ের জয়ের ঠিক আগে এবং কোহলি ৪ বলে ১ করে আউট হয়ে যাওয়ার পর ইনস্টাগ্রামে নিজের আম খাওয়ার জোড়া ছবি পোস্ট করেন। প্ৰথম ছবিতে নভিন চারটে আমের ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ‘মিষ্টি আম’। কোহলির ৪ বলে ১করার বিষয়টিকেই ইঙ্গিত করতে চেয়েছেন বলে ওয়াকিবহাল মহলের ধারণা।

শেষ চার ওভারে মুম্বইয়ের জয়ের জন্য দরকার ছিল মাত্র ৮ রান। সেই সময় আম খাওয়ার ছবি পোস্ট করে নভিনের ক্যাপশন, “দ্বিতীয় পর্বের আম খাওয়া শুরু হল। যত আম খেয়েছি, তার মধ্যে অন্যতম সেরা আম। ধন্যবাদ ধবল পরব ভাই।”

কোহলিদের আইপিএল অভিযান খতম হয়ে গেলেও মাঠের বাইরে যুদ্ধ জারি থাকছে।

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2023 naveen ul haq shares cryptic post after virat kohlis rcb knocked out of playoffs