Advertisment

গম্ভীর-ই GOAT! কোহলিকে লক্ষ্য করে ফের বোমা আফগান নভিনের

কোহলিকে ফের তুলোধোনা করলেন নভিন উল হক

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

কোহলি বনাম গম্ভীর বিতর্ক যেন থেমেও থামছে না। গত সোমবারের উত্তেজক সেই লখনৌ বনাম আরসিবি ম্যাচ। সেই ম্যাচের কুখ্যাত বিতর্কে জড়িয়ে গিয়েছিল লখনৌয়ের নভিন উল হক, গৌতম গম্ভীরের নাম। আরসিবির হয়ে খেলতে নেমে বিতর্কের আমদানি করেছিলেন বিরাট কোহলি।

Advertisment

সেই ঘটনার পর এক সপ্তাহ অতিক্রান্ত। তবে এখনই বিতর্কে দাড়ি পড়ছে না। অন্তত সোশ্যাল মিডিয়ার যুদ্ধ সেদিকেই ইঙ্গিত করছে। কেলেঙ্কারির সেই সংঘাতে কে ঠিক, কে ভুল-তা নিয়ে আলোচনার ঝড় বয়ে গিয়েছিল। মাঠের মধ্যের উত্তাপ ছড়িয়ে পড়েছিল মাঠের বাইরে এমনকি সোশ্যাল মিডিয়াতেও।

সেই ম্যাচের পরেই ইনস্টাগ্রামে গরমা-গরম পোস্ট করেছিলেন কোহলি-নভিন উল হক। কোহলি আরসিবির পোস্ট করা ভিডিওয় বিষ্ফোরকভাবে বলে দিয়েছিলেন, 'তুমি যদি নিতে পারো, তাহলেই দিও। নাহলে দিতে এসো না।' যার অর্থ অনেকটা ইঁট ছুড়লে পাটকেল তো খেতেই হবে। নাহলে ইঁট ছুঁড়ো না। মার্কাস অরেলিয়াসকে উদ্ধৃত করে কোহলি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্টে লিখলেন, “আমরা যা কিছু শুনি তা মতামত মাত্র। প্রকৃত ঘটনা নয়। আমরা যা দেখি তা একটি দৃষ্টিভঙ্গি থেকে, সত্যিটা নয়।”

publive-image

তখন ছাড়েননি নভিন উল হক-ও। সপাটে আক্রমণ করে লিখেছিলেন, "তুমি যার যোগ্য সেটাই পাবে। এভাবেই চলা উচিত এবং এভাবেই হয়ে থাকে।"

publive-image

সেই ঘটনার পরে ফেলে একবার নভিন জ্বালাময়ী ইন্সটা-পোস্ট করলেন। গম্ভীরের সঙ্গে ছবি শেয়ার করে নভিন-উল হক লিখলেন, "যে ভাবে মানুষের সঙ্গে ব্যবহার করবে, সেরকমই সম্মান পাবে। মানুষের সঙ্গে সেভাবেই কথা বলো, যেভাবে তুমি চাও লোকে তোমার সঙ্গে কথা বলুক। GOAT গৌতম গম্ভীরের সঙ্গে।" তাঁর লক্ষ্য কে তা আর বলার অপেক্ষা রাখে না। নভিনের পোস্টেই গৌতম গম্ভীর আবার লিখলেন, 'যেরকম আছো সেরকমই থেকো। কখনও বদলে যেও না।'

publive-image

নভিনকে ৫০ লক্ষ টাকায় নিলাম থেকে কিনেছিল লখনৌ। তিনি যে যথেষ্ট সম্ভাবনাময় সেই বার্তা দিয়েই দারুণ পারফর্ম করে চলেছেন তিনি। মার্ক উড গত কয়েক ম্যাচেই খেলছেন না। তিনিই দলের পেস বিভাগের নেতৃত্ব দিয়ে সাত উইকেট তুলে নিয়েছেন। ওভার প্রতি খরচ করেছেন মাত্র ৬.১৩ রান।

তবে নিজের পারফরম্যান্সের জন্য নয়, নভিন আপাতত আইপিএলে শিরোনামে কোহলির সঙ্গে দ্বৈরথে।

Read the full article in ENGLISH

RCB Virat Kohli Gautam Gambhir Royal Challengers Bangalore IPL Lucknow Super Giants LSG
Advertisment