Advertisment

কোহলিকে 'আম' বানিয়ে খেলেন নভিন! RCB হারতেই বিষ্ফোরক বার্তা আফগান তারকার

কোহলি ৪ বলে ১ করলেই উল্লাসে ফেটে পড়লেন নভিন উল হক, দেখুন

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

লখনৌ সুপার জায়ান্টসের নভিন উল হক আরও একবার কোহলিকে টার্গেট করলেন। সরাসরি নাম না করে। আরসিবি বনাম লখনৌয়ের সেই ম্যাচের পর কেটে গিয়েছে দশ দিন। তবে মাঠের লড়াই এবার সামাজিক গণমাধ্যমে পর্যবসিত হয়েছে। এর আগে গৌতম গম্ভীরের সঙ্গে ছবি পোস্ট করে GOAT বলে দিয়েছিলেন আফগান পেসার।

Advertisment

এবার কোহলি হারতেই উল্লাসে ফেটে পড়লেন তিনি। মঙ্গলবার রাতে খেলা ছিল আরসিবি বনাম মুম্বইয়ের মধ্যে। সূর্যকুমার যাদবের দুর্ধর্ষ ইনিংস ২০০ রানের টার্গেটকেও ছেলে খেলার পর্যায়ে নামিয়ে দেয়। আর আরসিবি হারতেই ইঙ্গিতবাহী সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে হাজির নভিন উল হক।

আরসিবির বিপক্ষে মুম্বইয়ের জয়ের ঠিক আগে এবং কোহলি ৪ বলে ১ করে আউট হয়ে যাওয়ার পর ইনস্টাগ্রামে নিজের আম খাওয়ার জোড়া ছবি পোস্ট করেন। প্ৰথম ছবিতে নভিন চারটে আমের ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, 'মিষ্টি আম'। কোহলির ৪ বলে ১করার বিষয়টিকেই ইঙ্গিত করতে চেয়েছেন বলে ওয়াকিবহাল মহলের ধারণা।

publive-image

শেষ চার ওভারে মুম্বইয়ের জয়ের জন্য দরকার ছিল মাত্র ৮ রান। সেই সময় আম খাওয়ার ছবি পোস্ট করে নভিনের ক্যাপশন, "দ্বিতীয় পর্বের আম খাওয়া শুরু হল। যত আম খেয়েছি, তার মধ্যে অন্যতম সেরা আম। ধন্যবাদ ধবল পরব ভাই।"

publive-image

পোস্টে সরাসরি কোহলির নাম নেই। তবে সাম্প্রতিক ঘটনার আবহে নভিন যে কাকে উদ্দেশ্য করতে চাইছেন, তা আর বলার অপেক্ষা রাখে না।

তিন দিন আগেই নভিন ইনস্টাগ্রামে টার্গেট করেছিলেন কোহলিকে। লখনৌ দলের মেন্টর গৌতম গম্ভীরকে GOAT সম্বোধন করে ক্যাপশনে লিখে দেন, "যে ভাবে মানুষের সঙ্গে ব্যবহার করবে, সেরকমই সম্মান পাবে। মানুষের সঙ্গে সেভাবেই কথা বলো, যেভাবে তুমি চাও লোকে তোমার সঙ্গে কথা বলুক। GOAT গৌতম গম্ভীরের সঙ্গে।" নভিনের পোস্টেই গৌতম গম্ভীর আবার কমেন্ট করে বসেন, "যেরকম আছো সেরকমই থেকো। কখনও বদলে যেও না।"

publive-image

publive-image

মঙ্গলবার জয়ের জন্য মুম্বইয়ের সামনে টার্গেট ছিল ২০০। সূর্যকুমার যাদবের বিধ্বংসী ৩৫ বলে ৮৩ রানে ভর করে মুম্বই ছয় উইকেটে হারিয়ে দেয় কোহলির আরসিবিকে। সেই সঙ্গে টপ ফোর দলেও ঢুকে পড়েন ইন্ডিয়ান্সরা।

এই নিয়ে মুম্বই চলতি সিজনে তিনবার ২০০+ রানের টার্গেট চেজ করল সফলভাবে। লখনৌ এবং রাজস্থান রয়্যালসকে পিছনে ফেলে প্ৰথমবার মুম্বই লিগ টেবিলের সেরা চারে ঢুকে পড়ল।

Read the full article in ENGLISH

Virat Kohli Gautam Gambhir IPL Lucknow Super Giants LSG
Advertisment