/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/04/GT-CSK.jpg)
গুজরাট টাইটান্স-এর জার্সিতে প্ৰথম ম্যাচ খেলতে নেমেই ভয়ঙ্কর চোটের শিকার হয়েছিলেন নিউজিল্যান্ডের তারকা কেন উইলিয়ামসন। তিনি আপাতত দেশে ফিরে গিয়েছেন প্ৰথম ম্যাচের পরেই। জানা যাচ্ছে, অস্ত্রোপচার করতে হবে তাঁর। এবং সেই কারণে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে সম্ভবত খেলতে পারবেন না তিনি।
ইনজুরির পরেই তড়িঘড়ি নিউজিল্যান্ডে ফিরে গিয়েছেন তিনি। স্ক্যান রিপোর্টে দেখা গিয়েছে উইলিয়ামসনের ডান পায়ের হাঁটুতে এসিএল টিয়ার হয়েছে।
আহমেদাবাদে আইপিএলের উদ্বোধনী ম্যাচে সিএসকের বিপক্ষে খেলতে নেমেছিলেন। বাউন্ডারি লাইনের ধারে ফিল্ডিং করছিলেন। সেই সময়েই বাউন্ডারি বাঁচাতে গিয়ে লাফ দিতে হয় তাঁকে। ল্যান্ডিং করার সময়েই চোটের মুখে পড়েন। যন্ত্রণায় উঠে দাঁড়াতেও পারছিলেন না তিনি। শেষমেশ প্রাথমিক চিকিৎসার পরে ফিজিওর কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে।
আরও পড়ুন: অবশেষে KKR-এ হয়ত বাঙালি! অপবাদ ঘুচিয়ে বাংলার সুপারস্টার নেওয়ার পথে শাহরুখের দল
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের বিবৃতি অনুযায়ী, আগামী তিন সপ্তাহের মধ্যেই অস্ত্রোপচার করা হবে উইলিয়ামসনের। কিউই সুপারস্টার জানিয়েছেন, তাঁর চোটের পর যেভাবে তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি এবং নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড পাশে দাঁড়িয়েছে, তাতে তিনি আপ্লুত। "গত কয়েকদিন ধরে পাশে দাঁড়ানোর অজস্র বার্তা পেয়েছি। এই জন্য গুজরাট টাইটান্স এবং নিউজিল্যান্ড ক্রিকেটকে ধন্যবাদ জানাতে চাই। এমন চোটের কবলে পড়ায় যথারীতি আমি হতাশ। তবে এখন আমার পাখির চোখ অস্ত্রোপচারের পর রিহ্যাব শুরু করে দেওয়া। সময় লাগবে। তবে মাঠে দ্রুত ফেরার জন্য আমি সবকিছু করব। আগামী কয়েকমাসে গ্যারি এবং নিউজিল্যান্ড দলকে কীভাবে সাহায্য করতে পারি, তা দেখার জন্য মুখিয়ে রয়েছি।" জানিয়েছেন তিনি।
Injury Update | Kane Williamson will require surgery on his injured right knee, after scans on Tuesday confirmed he’d ruptured his anterior cruciate ligament while fielding for the Gujarat Titans in the Indian Premier League. More at the link https://t.co/3VZV7AcnL2pic.twitter.com/tN0e7X8tme
— BLACKCAPS (@BLACKCAPS) April 5, 2023
জানা যাচ্ছে, অস্ত্রোপচার এবং তার পরবর্তী রিহ্যাবের সময়ক্ষণ অনুযায়ী কেন উইলিয়ামসন সম্ভবত অক্টোবর-নভেম্বরে ভারতে আয়োজিত হতে চলা বিশ্বকাপে খেলতে পারবেন না।
নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিডও কার্যত মেনে নিয়েছেন উইলিয়ামসনকে ছাড়াই তাঁদের বিশ্বকাপ অভিযানে নামতে হবে। "শুধু ক্রিকেটার কেনকেই নয়, কেনের নেতৃত্ব, গ্রুপে ওঁর চরিত্রকেও মিস করব। ওঁর শূন্যস্থান পূরণ করা মুশকিল। এখন হয়ত ওঁকে দেখে মনে হচ্ছে, বিশ্বকাপে পাওয়া যাবে না। তবে এখনই আমরা আশা ছাড়তে রাজি নই। এমন ধরণের ইনজুরি অপ্রত্যাশিত। খুব কঠিন হয়ে গেল গোটা বিষয়টা।" বলেছেন কোচ স্টিড।
Kane Williamson will undergo ACL reconstruction surgery which will then take him 5-6 months to recover.
Sadly he is out of the 2023 ODI world cup
📷- IPL/BCCI pic.twitter.com/epA32kFQ1S— All About Cricket (@allaboutcric_) April 6, 2023
নিউজিল্যান্ড জাতীয় দলের টেস্টের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন কেন উইলিয়ামসন। তবে সীমিত ওভারের ফরম্যাটে এখনও তিনি নেতা। ১৬১ ওয়ানডে খেলে কেন উইলিয়ামসসন ৪৭.৮৩ গড়ে ৬৫৫৪ রান করেছেন।
Read the full article in ENGLISH