/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/03/ipl-opening.jpg)
টানা তিন বছর করোনার অত্যাচারে আইপিএলের জৌলুস কমিয়ে ফেলা হয়েছিল। এবার অবশ্য পুরোনো জাঁকজমক নিয়ে ফিরছে আইপিএল। চার বছর পর আইপিএল দেখবে জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান। শুক্রবার আইপিএলের ঢাকে কাঠি পড়ে যাচ্ছে। উদ্বোধনী ম্যাচেই আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ধোনির সিএসকে এবং হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স।
বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে রং-বাহারি উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়েই শুরু হবে টুর্নামেন্ট। জানা যাচ্ছে বলি অভিনেত্রী তামান্না ভাটিয়া, রশ্মিকা মান্ধানা, অরিজিৎ সিংদের মত তারকারা পারফর্ম করবেন আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে। উদ্বোধনী অনুষ্ঠানের অংশ নেবেন হার্দিক পান্ডিয়া, মহেন্দ্র সিং ধোনিও। লেজার শো, ড্রোন- সবমিলিয়ে আলোর ফোয়ারা ছুটবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
ঘড়ির কাঁটা ধরে ঠিক ৬ টায় হবে উদ্বোধন। তারপর টস হবে দুই দলের। এবার নিয়ম অনুযায়ী, টসের সময় টিম না-ও জানাতে পারে সংশ্লিষ্ট দল। টসের পর প্ৰথম একাদশ প্রকাশ করতে পারে দল। এমনকি শেষ মুহূর্তে প্ৰথম একাদশে অদলবদল করার অপশনও রয়েছে দলগুলোর কাছে।
আয়োজকদের তরফে ইনসাইড স্পোর্টস-কে বলা হয়েছে, "উদ্বোধনী অনুষ্ঠানের পরেই ম্যাচ শুরু। তাই দর্শকদের জন্য সারপ্রাইজ রয়েছে। দুই দলই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবে। আইপিএলের উদ্বোধন এই দুই দলের হাত ধরেই হবে।"
IPL 2023 opening ceremony timings: আইপিএল ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যে ৬ টায়।
IPL 2023 opening ceremonyvenue: আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান।
IPL 2023 opening ceremonyLive Streaming Details: ভারতীয় উপমহাদেশে আইপিএলের টিভি সম্প্রচার সত্ত্ব পেয়েছে ডিজনি স্টার। স্টার স্পোর্টস নেটওয়ার্কে আইপিএল ২০২৩-এর উদ্বোধন দেখা যাবে। জিও সিনেমায় লাইভ স্ট্রিমিং দেখা যাবে।