দুর্ধর্ষ বোলিং করে মুম্বইয়ের রান চেজ কার্যত একাই থামিয়ে দিয়েছেন অর্শদীপ সিং। দলকে ১৪ রানের দুর্দান্ত জয় এনে দিয়েছেন। তবে সেই ওভারেই অর্শদীপ মুম্বইয়ের ব্যাটিং নিয়ে যেন ছেলেখেলা করলেন। ছুরি চালিয়ে দিলেন মিডল অর্ডারের ব্যাটিংয়ে।
১৬ রান ডিফেন্ড করতে নেমে অর্শদীপ ওভারের তৃতীয় এবং চতুর্থ বলে পরপর বোল্ড করে দেন দুরন্ত ফর্মে থাকা তিলক ভার্মা এবং নেহাল ওয়াদেরাকে। দুটো আউটের ক্ষেত্রেই আর্শদীপ মিডল স্ট্যাম্প ভেঙে দু-টুকরো করে দেন। প্ৰথম ইয়র্কার তিলকের ডিফেন্সকে অপ্রস্তুত করে আছড়ে পড়েছিল একদম মিডল স্ট্যাম্পে। তারপরের বলেও একই ইয়র্কার। হাঁকাতে গিয়ে মুম্বইয়ের হয়ে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে জেসন বেহরনডর্ফের বদলে নামা নেহাল দেখলেন মিডল স্ট্যাম্প ভেঙে চুরমার।
দু-বার মিডল স্ট্যাম্প ভেঙে যাওয়ার বড়সড় আর্থিক ক্ষতি স্বীকার করতে হল আইপিএল আয়োজকদের। জানা যাচ্ছে, একজোড়া এলইডি স্ট্যাম্পের খরচ ৪০ হাজার মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ৩২.৮১ লক্ষ টাকা। বিশেষভাবে ডিজাইন করা এলইডি স্ট্যাম্পে মাইক্রোফোন এবং ন্যানো ক্যামেরা ইনস্টল করা থাকে। সম্প্রচার এবং আম্পায়ারদের সুবিধার জন্য এরকম ব্যবস্থাপনা। তবে অর্শদীপ সিংয়ের ইয়র্কার সব ভেঙেচুরে দিল শনিবার।
ওস্তাদের মার শেষ রাতে। পাঞ্জাব যেন সেটাই এদিন প্রমাণ করল। শুরুটা ভালো না হলেও শেষ পাঁচ ওভারে অর্জুন সহ মুম্বই বোলারদের পিটিয়ে প্রীতি জিন্টার দল তুলেছিল ৯৬ রান। স্যাম কুরানের সঙ্গে হরপ্রীত সিং ৯২ রানের পার্টনারশিপ গড়ে যান। ১৮তম ওভারে ২৮ বলে ৪১ করে হরপ্রীত সিং আউট হলেও ক্যাপ্টেন কুরান ব্যাট হাতে তান্ডব চালালেন। ২৯ বলে ৫৫ করে যান তিনি। জিতেশ শর্মা মাত্র ৭ বল খেললেন। এর মধ্যে চারটে বল-ই ওভার বাউন্ডারি হাঁকালেন। ২৫ করে তিনি দলকে ২১৪/৮-এ পৌঁছে দেন।
বড় টার্গেট চেজ করতে নেমে মুম্বইকে লড়াইয়ে রেখেছিল রোহিত শর্মা (২৭ বলে ৪৪), ক্যামেরন গ্রিন (৪৩ বলে ৬৭), সূর্যকুমার যাদব (২৬ বলে ৫৭), টিম ডেভিডের ব্যাট (১৩ বলে ২৫)। তবে আর্শদীপ সিংয়ের দাপুটে বোলিংয়ে ফিনিশিং টাচটাই যা দিতে পারল না পাঁচবারের চ্যাম্পিয়নরা।