scorecardresearch

বৃষ্টির আগে এল রাসেল-ঝড়! তবু KK হার

IPL 2023,Punjab Kings vs Kolkata Knight Riders match report in Bangla: প্ৰথম ম্যাচেই ব্যাট হাতে আগুন জ্বালিয়ে গেলেন আন্দ্রে রাসেল

বৃষ্টির আগে এল রাসেল-ঝড়! তবু KK হার

Punjab Kings vs Kolkata Knight Riders, Match report IPL Score 2023:

পাঞ্জাব কিংস: ১৯১/৫ (২০ ওভার)
কেকেআর: ১৪৬/৭ (১৬ ওভার) (ডার্কওয়ার্থ লুইস নিয়মে জয়ী পাঞ্জাব)

কেকেআর, কেকে হার প্ৰথম ম্যাচেই। পাঞ্জাব কিংসের কাছে প্ৰথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল নাইটদের যোদ্ধারা। কিংসদের দলগত পারফরম্যান্সের কাছে হার দিয়ে এবারের মত আইপিএল অভিযান শুরু করল নাইট রাইডার্স।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্ৰথমে ব্যাট করে পাঞ্জাব ১৯১ তুলেছিল। কেকেআর রান চেজ করার সময় ১৬ ওভার পর ব্যাপক বৃষ্টি নামে। সেই সময় কেকেআর ১৪৬/৭ ছিল। আধঘন্টার বেশি সময় খেলা বন্ধ থাকার পর ডার্ক ওয়ার্থ লুইস নিয়মে পাঞ্জাবকে জয়ী ঘোষণা করা হয়।

১৯২ রানের টার্গেট চেজ করতে নেমে মোহালিতে কেকেআর আরও একবার ব্যাটিং ব্যর্থতার প্রদর্শনী দেখিয়ে গেল। আন্দ্রে রাসেল শেষদিকে জ্বলে উঠলেন। ১৯ বলে ৩৫ রানের ইনিংসে রাসেল পুরোনো মেজাজে তিনটে বাউন্ডারি, জোড়া বাউন্ডারি হাঁকালেন। তবে তিনি ফিরতেই সব শেষ। টি২০-র সেরা দুই স্পেশ্যালিস্ট বোলার রয়েছে কিংসদের তুনে- আর্শদীপ সিং এবং স্যাম কুরান। এই দুজনের বুদ্ধিদীপ্ত বোলিংয়েই নুইয়ে গেল কেকেআর ব্যাটিং অর্ডার। আর্শদীপ সিং ৩ ওভারে মাত্র ১৯ রান খরচ করে তুলে নিলেন ৩ নাইট ব্যাটসম্যানকে। ওপেনার মনদীপ সিংকে যেমন ফেরালেন তেমন তিনে নামা অনুকূল রায়ও তাঁর শিকার।

আরও পড়ুন: প্ৰথম ম্যাচেই নিয়ম ভেঙে বিরাট ভুল KKR-এর! আইন মেনে বদলাতে হল স্কোয়াড

ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নেমে ভেঙ্কটেশ আইয়ার ব্যাটিং বিপর্যয়ের মধ্যেই দাঁড়িয়ে কেকেআরকে আশা জাগাচ্ছিলেন। ২৮ বলে ৩৪ করে কোনওরকমে দলকে টানছিলেন। তাঁকেও ব্যাক অফ দ্যা লেন্থে বল করে ফেরালেন আর্শদীপ।

স্যাম কুরান ৩ ওভারে ৩৮ রান খরচ করলেও ম্যাচের মোক্ষম সময়ে ফেরালেন আন্দ্রে রাসেলকে। এমন সময়ে যখন রাসেল আর মাত্র কয়েক ওভার পেলেই ম্যাচে কেকেআরকে ফিনিশিং লাইনে পৌঁছে দিতে পারবেন। কঠিন সময়ে নেমে রাসেল ‘ধর তক্তা মার পেরেক’ ট্রেডমার্ক ব্যাটিংয়ে কেকেআরকে জয়ের সম্ভবনা জোরালো করে দিচ্ছিলেন। আকাশছোঁয়া আস্কিং রেট সামলে কেকেআরের জয় মোটেই কঠিন মনে হচ্ছিল না। ঠিক সেই সময়েই কুরানের শর্ট বল হাঁকাতে চেয়েছিলেন মিড উইকেট দিয়ে।

বাউন্ডারি লাইন পেরিয়ে ফেলতে পারেননি শট। তার আগেই ধরা পরে যান সিকান্দার রাজার হাতে। রাসেল আউট হয়ে যাওয়ার পরেই নাইটদের শেষ ভরসা ভেঙ্কটেশ আইয়ারকে ফিরিয়ে দেন আর্শদীপ। ১৬ তম ওভারে কেকেআরের স্কোর ছিল ১৪৬/৭। শার্দূল ঠাকুরের সঙ্গে ক্রিজে নেমেছিলেন সুনীল নারিন। সেই সময়েই তুমুল বৃষ্টি নামে। বৃষ্টিতে খেলা বন্ধ থাকার সময় কেকেআর প্রয়োজনীয় রানের থেকে ৭ রানে পিছিয়ে ছিল।

আরও পড়ুন: IPL শুরুর ম্যাচেই ক্ষমার অযোগ্য ভুল! হ্যাংওভার কি এখনও কাটল না শাস্ত্রীর

তার আগে মোহালিতে টসে জিতে শিখর ধাওয়ানের পাঞ্জাবকে ব্যাট করতে পাঠিয়েছিল। পাঞ্জাবকে স্কোরবোর্ডে বিশাল রান খাড়া করতে সকলেই কম-বেশি অবদান রাখলেন। ভানুকা রাজাপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত হাফসেঞ্চুরি করে গেলেন মাত্র ৩২ বলে। ক্যাপ্টেন শিখর ধাওয়ানও ২৯ বলে ৪০ করলেন। প্রভুসিমরণ সিং (১২ বলে ২৩), জিতেশ শর্মা (১১ বলে ২১), সিকান্দার রাজা (১৩ বলে ১৬), স্যাম কুরান (১৭ বলে ২৬), শাহরুখ খান (৭ বলে ১১) সকলেই সম্মিলিতভাবে ব্যাট হাতে অবদান রেখে গেলেন।

কেকেআর প্ৰথম একাদশ: রহমনুল্লাহ গুরবাজ, মনদীপ সিং, অনুকূল রয়, নীতিশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, শার্দূল ঠাকুর, সুনীল নারিন, টিম সাউদি, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী (ইমপ্যাক্ট প্লেয়ার- ভেঙ্কটেশ আইয়ার)

পাঞ্জাব কিংস প্ৰথম একাদশ: প্রভসিমরণ সিং, শিখর ধাওয়ান, ভানুকা রাজাপক্ষে (ইমপ্যাক্ট প্লেয়ার- ঋষি ধাওয়ান), জিতেশ শর্মা, সিকান্দার রাজা, স্যাম কুরান, শাহরুখ খান, নাথান এলিস, হরপ্রীত ব্রার, রাহুল চাহার, অর্শদীপ সিং

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2023 pbks vs kkr match report scorecard online inderjit singh bindra stadium mohali in bengali punjab kings vs kolkata knight riders bhanuka rajapaksa andre russell venkatesh iyer rain arshdeep si