Advertisment

আইনি ঝামেলায় এবার সৌরভ! সরাসরি কোর্টে মামলা উঠল মহাতারকাদের নামে

বড়সড় ঝামেলায় জড়িয়ে পড়লেন সৌরভ

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

আইপিএল শুরু হতেই রমরমা বিভিন্ন বেটিং সংস্থাগুলির। একের পর এক তারকা ক্রিকেটার থেকে অভিনেতা সকলেই বেটিংয়ের প্রমোশন করছেন আইপিএল চলাকালীন। রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, আমির খান থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় সকলকেই দেখা যাচ্ছে বেটিং সাইটসের প্রমোশন করতে।

Advertisment

সেই কারণেই এবার বিহারের মুজফফরপুরে জনস্বার্থ মামলা দায়ের হল ক্রিকেটার থেকে অভিনেতাদের নামে। জেলা কোর্টে মামলা দায়ের করেছেন তামান্না হাশমি।

আরও পড়ুন: সৌরভের ওপর রাগ এখনও গনগনে! আরসিবি-দিল্লি ম্যাচের পরেই মহারাজকে প্রকাশ্যে অসম্মান কোহলির

সেই আবেদন আপাতত পাঠানো হয়েছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে। তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন, জুয়া খেলতে উৎসাহিত করে দেশের যুব সম্প্রদায়ের নষ্ট করে দিচ্ছেন সংশ্লিষ্ট ক্রিকেটার, অভিনেতারা।

আরও পড়ুন: কোহলির লাল চোখ এবার সৌরভকে! IPL ম্যাচে ফের দুই তারকার সংঘাত প্রকাশ্যে, দেখুন ভিডিও

তিনি নিজের আবেদনে জানিয়েছেন, "দেশ যুব সম্প্রদায়কে ভুল পথে পরিচালিত করে জুয়া খেলতে উৎসাহিত করছেন ওঁরা। আকর্ষণীয় সমস্ত পুরস্কারের লোভ দেখানো হচ্ছে। এতে যুবকরা আরও বেশি জুয়া খেলার আসক্ত হয়ে পড়ছেন। বিভিন্ন গেমিং শোয়ের মাধ্যমে এই লোভ দেখানোর কাজটি করে চলেছেন বেশ কিছু ক্রিকেটার এবং অভিনেতা। আইপিএলে দল বানানোর কাজ করতেও উৎসাহিত করা হচ্ছে। কেউ কেউ পুরস্কার-ও জিতছেন। এতে মানুষ আরও বেশি জুয়ার প্রতি আকৃষ্ট হচ্ছেন।"

আরও পড়ুন: ভালোবাসার মানুষকে কখনই যেতে দেওয়া যায় না! সৌরভকে এখনও ভুলতে পারেননি নাগমা

সমাজকর্মীর আবেদনের ভিত্তিতে এই মামলার পরবর্তী শুনানি এপ্রিলের ২২ তারিখে। বর্তমানে সৌরভ গঙ্গোপাধ্যায় দিল্লি ক্যাপিটালসের বোর্ড অফ ক্রিকেট। কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে তাঁর সময়টা অবশ্য মোটেই ভাল কাটছে না। দিল্লি ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে চলতি আইপিএলে এখনও একটা ম্যাচেও জিততে পারেনি।

রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ারা আবার মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দিচ্ছেন।

Sourav Ganguly bihar IPL highcourt High Court PIL
Advertisment