scorecardresearch

বিষ্যুদবারেই IPL-এ ‘খেলা হবে’! হায়দরাবাদ জিতলেই একসঙ্গে তিন দল প্লে অফে! কোথায় যাবে KKR

কেকেআরের কতটা সম্ভবনা রয়েছে প্লে অফে

বিষ্যুদবারেই IPL-এ ‘খেলা হবে’! হায়দরাবাদ জিতলেই একসঙ্গে তিন দল প্লে অফে! কোথায় যাবে KKR

আইপিএলের শেষদিকে টুইস্ট অব্যাহত। দিল্লি ক্যাপিটালসের মত কার্যত ছিটকে যাওয়া দলের কাছে হেরে প্লে অফ স্বপ্ন বড়সড় ধাক্কা খেল পাঞ্জাব কিংসের। আর দিল্লির জয়ে হাসি আরও চওড়া হল সিএসকে, লখনৌ সুপার জায়ান্টসের।

বুধবার দিল্লির জয়ে লখনৌ এবং চেন্নাইয়ের প্লে অফের রাস্তা কিছুটা পরিষ্কার হল। বৃহস্পতিবার খেলতে নামছে সানরাইজার্স হায়দরাবাদ এবং আরসিবি। আগেই ছিটকে গিয়েছে হায়দরাবাদ। তবে শেষ ম্যাচে হায়দরাবাদ যদি আরসিবিকে হারিয়ে দেয় পুরোপুরি সুবিধাজনক জায়গায় পৌঁছে যাবে চেন্নাই এবং লখনৌ। দুই দলই আপাতত ১৫-১৫ পয়েন্টে আটকে রয়েছে। ১৩ ম্যাচ খেলার পর পাঞ্জাব কিংসের সংগ্রহে ১২ পয়েন্ট। শেষ ম্যাচে পাঞ্জাব জিতলেও ১৪ পয়েন্টের বেশি অর্জন করতে পারবে না। আরসিবি-ও যদি বাকি দুটো ম্যাচের একটিতে হারে, তাহলে সর্বোচ্চ ১৪ পয়েন্টে আটকে যাবেন কোহলিরা। এমন অবস্থায় চেন্নাই এবং লখনৌ দুই দলই ১৫ পয়েন্ট নিয়ে সরাসরি প্লে অফে পৌঁছে যাবে।

আরসিবিকে হায়দরাবাদ হারালে তিন দলের প্লে অফ নির্ধারিত হয়ে যাবে:
আরসিবির বিপক্ষে হায়দরাবাদ জিতলেই তিন দলের প্লে অফ চূড়ান্ত হয়ে যাবে। গুজরাট টাইটান্স ইতিমধ্যেই প্ৰথম দল হিসেবে প্লে অফে কোয়ালিফাই করেছে। হায়দরাবাদ বৃহস্পতিবার জিতলে চেন্নাই, লখনৌ-ও পৌঁছে যাবে। আর চতুর্থ স্থানের জন্য লড়াই হবে পাঁচ দলের মধ্যে। বাকিদের তুলনায় সুবিধা পাবে মুম্বই ইন্ডিয়ান্স। কারণ তারাই একমাত্র টিম হিসাবে সেই পরিস্থিতিতে সর্বোচ্চ ১৬ পয়েন্ট অর্জন করার অবস্থায় থাকবে। মুম্বই ইতিমধ্যেই ১৪ পয়েন্টে রয়েছে। অন্যদিকে, আরসিবি, রাজস্থান রয়্যালস, কেকেআর, পাঞ্জাব কিংস সর্বোচ্চ ১৪ পয়েন্টে পৌঁছতে পারবে। তবে কাজের কাজ কিছু হবে না।

চেন্নাই এবং লখনৌ এখনও প্লে অফ থেকে ছিটকে যেতে পারে:
এমন নয় যে চেন্নাই, লখনৌ পুরোপুরি সেফ জোনে রয়েছে। দুই দলই ছিটকে যেতে পারে শেষ মুহূর্তে। আরসিবি এবং মুম্বই যদি নিজেদের বাকি ম্যাচ জেতে এবং সিএসকে, লখনৌ শেষ ম্যাচে হেরে বসে তাহলে পরিস্থিতি মোটেই ভালো হবে না সিএসকে, লখনৌয়ের জন্য। হারের পর চেন্নাই, লখনৌ দুই দলের পয়েন্ট আটকে থাকবে ১৫-য়। আরসিবি এবং মুম্বই দুই দলই ১৬-১৬ পয়েন্ট অর্জন করে প্লে অফের টিকিট নিশ্চিত করে ফেলবে। চতুর্থ দল হিসাবে ১৪ পয়েন্ট বিবেচ্য হলে রাজস্থান এবং পাঞ্জাব ম্যাচ কার্যত নকআউট হয়ে উঠবে। তাতেও অবশ্য দুই দলের প্লে অফ নির্ধারিত হবে না। মে মাসের ২১ তারিখ পর্যন্ত চতুর্থ দল কে হবে, তার জন্য অপেক্ষা করতে হবে।

Read the full article in HINDI

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2023 playoffs scenario qualifications lsg csk will benefit if srh beat rcb