কেকেআরের ছায়া এবার চেন্নাইয়েও। নাইট রাইডার্স শিবিরের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে স্থানীয় প্রতিভাদের সুযোগই দেওয়া হয়নি ফ্র্যাঞ্চাইজিতে। ঋদ্ধিমান সাহা, শাহবাজ আহমেদ, ঈশান পোড়েল, অভিষেক পোড়েল, আকাশদীপদের মত বঙ্গ প্রতিভারা অন্য ফ্র্যাঞ্চাইজিতে খেলছেন।
সেই একই অভিযোগ এবার উঠে গেল চেন্নাই সুপার কিংসের বিপক্ষেও। তামিলনাড়ু বিধানসভায় পিএমকে (পাত্তালি মাক্কাল কাতচি) দলের বিধায়ক এসপি ভেঙ্কটেশ্বরণ সরাসরি সিএসকে-র ওপর নিষেধাজ্ঞা জারি করার কথা বললেন। তাঁর বক্তব্য সিএসকে নিজেদের তামিলনাড়ু-র টিম হিসাবে প্রোজেক্ট করলেও স্থানীয় ক্রিকেটারদের কোনওরকম সুযোগ-ই দেয় না।
তামিলনাড়ু বিধানসভায় যুব উন্নয়ন এবং ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নের বিষয়ে আলোচনা চলছিল। সেই সময়েই সেই বিধায়ক বলে দেন, "নিজেদের তামিলনাড়ু টিম হিসাবে প্রোজেক্ট করে ওঁরা আমাদের কাছ থেকে লাভের গুড় খেয়ে যাচ্ছে। তবে ওঁদের দলে আমাদের রাজ্য থেকে কোনও প্রতিভাবান প্লেয়ার নেই।"
যাইহোক, সিএসকের চলতি সিজনে শুরুটা ভালোয়-খারাপ মিশিয়ে হয়েছে। প্ৰথম ম্যাচে গুজরাটের কাছে হারলেও তারপর লখনৌ এবং মুম্বইয়ের বিপক্ষে টানা দুটো ম্যাচ জিতেছিল চেন্নাই। শেষ ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে থ্রিলারে মাত্র ৩ রানে হার হজম করেছে। ধোনি-জাদেজা রুদ্ধশ্বাস লড়াই চালালেও শেষ পর্যন্ত ফিনিশিং লাইন টপকাতে পারেনি। শেষ ওভারে ২১ রান চেজ করতে নেমে ধোনি জোড়া ছক্কা হাঁকিয়ে ম্যাচ প্রায় বের করে দিয়েছিলেন। তবে শেষরক্ষা হয়নি সন্দীপ সিংয়ের শেষ তিন বলে।
সিএসকে পরের ম্যাচে খেলবে আরসিবির বিপক্ষে। সোমবার। ধোনি আগের ম্যাচের পরে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছেড়েছিলেন। তিনি সেই ম্যাচে খেলতে পারবেন কিনা, সেটাই দেখার।