/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/04/arjun-preity.jpg)
শচীন-পুত্র বলে কথা! এতদিন ঘরোয়া ক্রিকেটে সামান্যতম পারফরম্যান্স করলেও মিডিয়া ঝাঁপিয়ে পড়ত। এবার তো আইপিএল-এ সরাসরি অভিষেক। এবং হায়দরাবাদ ম্যাচে দুর্ধর্ষ ডেথ ওভার বোলিংয়ে প্ৰথম উইকেট প্রাপ্তি। পদবীর কারণেই এতদিন সমস্ত আলোচনার কেন্দ্রে। সমস্ত প্রচারের সার্চ লাইট তাঁর ওপর।
তবে তেন্ডুলকর পদবী দূরে সরিয়ে রেখেও যে তিনি পারফর্ম করতে পারেন, দেখিয়ে দিয়েছেন আইপিএলে সুযোগ পেয়েই। টানা দু-বছর বসে থাকার পর অবশেষে কেকেআরের বিপক্ষে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স জার্সি গায়ে চাপানোর সুযোগ পেয়েছেন তিনি। প্ৰথম ম্যাচে মাত্র ২ ওভার হাত ঘোরানোর সুযোগ পেয়েছিলেন। খরচ করেছিলেন মাত্র ১৭ রান। আর হায়দরাবাদের বিপক্ষে তাঁর ২.৫ ওভারে মাত্র ১৮ রান খরচে করেই তুলে নিয়েছেন এক উইকেট। হাইস্কোরিং ম্যাচে মুম্বই বোলারদের মধ্যে কৃপণতম তিনিই।
শেষ ওভারে টেলএন্ডারদের সামনে বোলিংয়ের সুযোগ পেয়েছিলেন। ২০ রান ডিফেন্ড করতে হত। আব্দুল সামাদের মত বিপজ্জনক তারকাও ছিলেন ক্রিজে। তবে মাত্র ছয় রান খরচ করে দলের জয় নিশ্চিত করেন অর্জুন।
প্রভাব ফেলার মত পারফরম্যান্স করে বুঝিয়ে দিয়েছেন, নেপো-কিডস তিনি নন। বিখ্যাত বাবার পুত্র হওয়ার সুবাদে দলে জায়গা পাননি। প্রীতি জিন্টা তো টুইটারে লিখেই দিলেন, "নেপো কিডস হিসাবে অনেকেই ওঁকে বিদ্রূপ করেছিলেন। তবে এদিন রাতে ও বুঝিয়ে দিয়েছে, পারফরম্যান্স করেই দলে জায়গা আদায় করেছেন তিনি। অর্জুন তোমাকে শুভেচ্ছা। শচীন তেন্ডুলকর তুমি হয়ত ভীষণ গর্বিত হবে।"
Many mocked him for nepotism but tonight he has shown his spot is well earned 👏 Congrats Arjun. @sachin_rt you must be so proud #Arjuntendulkar#SRHvsMI#TATAIPL2023
— Preity G Zinta (@realpreityzinta) April 18, 2023
যাইহোক, মুম্বই টানা জয়ের হ্যাটট্রিক করেছে। প্রীতি জিন্টার পাঞ্জাব কিংস ৫ ম্যাচে তিনটে জয় সমেত পাঁচ নম্বরে রয়েছে। বৃহস্পতিবারই পাঞ্জাব কিংস খেলতে নামছে আরসিবির বিপক্ষে।