কোহলি-সৌরভের হ্যান্ডশেক বিতর্ক নড়িয়ে দিয়েছে ক্রিকেট জগৎকে। দিল্লি বনাম আরসিবি ম্যাচের পর বর্তমান এবং প্রাক্তন দুই তারকার শীতল সম্পর্ক প্রকাশ্যে চলে এসেছে। বিরাট কোহলি বনাম সৌরভ গঙ্গোপাধ্যায় বিতর্কে এবার মুখ খুললেন স্বয়ং রবি শাস্ত্রী।
জাতীয় দলের প্রাক্তন হেড স্যার কোহলির পাশেই দাঁড়ালেন। বিষ্ফোরকভাবে খোঁচা দিলেন সৌরভকে। ইএসপিএন-এর তরফ থেকে শাস্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল সৌরভ-কোহলি দ্বৈরথের বিষয়ে। তিনি কীভাবে গোটা বিষয়টি সামলাতেন সেই জবাবে জানান, "আমার সম্পর্কের রসায়নের ওপর পুরো বিষয়টি নির্ভর করছে। আমি যদি কথা বলতে না চাই। তাহলে স্রেফ এড়িয়ে যাব। কিন্তু তুমি যদি পরে বসে পুরো বিষয়টি সম্পর্কে আলোকপাত করো, তাহলে বুঝতে পারবে, বেড়ে ওঠার, শেখার, কোনও বয়স নেই।"
সাক্ষাৎকারে বর্তমানে আইপিএলে কমেন্ট্রি করা শাস্ত্রী সরাসরি কারোর নাম না নিলেও তাঁর নিশানা যে সৌরভ, তা নিয়ে সন্দেহ নেই। দিল্লি বনাম আরসিবি ম্যাচের পর সৌজন্য করমর্দন করার সময় কোহলিকে এড়িয়ে যাওয়ার জন্য লাইন ভেঙে এগিয়ে যান সৌরভ। যা নিয়ে তুলকালাম পড়ে যায় ম্যাচের পর।
প্রবল আলোচিত সেই ম্যাচের পর একের পর এক ভিডিও ফাঁস হয় নেট দুনিয়ায়। যেখানে কোথাও দেখা যাচ্ছে ম্যাচের পর সৌজন্য করমর্দনের সময় সৌরভ লাইন ভেঙে এগিয়ে গিয়ে আরসিবির বাকিদের সঙ্গে হাত মেলাচ্ছেন। যাতে কোহলির মুখোমুখি হতে না হয়। কোথাও আবার দেখা যাচ্ছে, কোহলি রক্তচক্ষু দেখাচ্ছেন দিল্লি ডাগ আউটে বসে থাকা সৌরভকে। সবমিলিয়ে তোলপাড় পড়ে গিয়েছিল ম্যাচ।
সেই ঘটনার সূত্রপাত সেখানেই শেষ হয়নি। মাঠে প্রকাশ্যে বিতর্কিত ঘটনার শেষে কোহলি সোশ্যাল মিডিয়া থেকে আনফলো করে দেন সৌরভকে। পাল্টা দেন মহারাজও। তিনিও ইনস্টাগ্রাম থেকে কোহলিকে আনফলো করে দেন।