scorecardresearch

IPL-এ ফের অপকীর্তির ছায়া! গাড়ি চালকের কাছে অবৈধ প্রস্তাব পেয়েই BCCI-এর দ্বারস্থ সিরাজ

আইপিএলে ফের বড়সড় কেলেঙ্কারি

IPL-এ ফের অপকীর্তির ছায়া! গাড়ি চালকের কাছে অবৈধ প্রস্তাব পেয়েই BCCI-এর দ্বারস্থ সিরাজ

আইপিএলে ফের গড়াপেটার ছায়া। যা খোলসা করলেন স্বয়ং মহম্মদ সিরাজ। ২০১৩-য় স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে ধরা পড়েছিলেন অঙ্কিত চৌহান, শ্রীসন্থ এবং অজিত চান্দিলা। গড়াপেটা কাণ্ডের জেরে দুই বছর নির্বাসনে কাটাতে হয় চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালসকে। সিএসকের অন্যতম টপ বস গুরুনাথ মেইপ্পান, রাজস্থান রয়্যালসের মালিক রাজ কুন্দ্রাকেও গ্রেফতার করা হয়েছিল বেটিং কেলেঙ্কারির জেরে।

সেই ঘটনার পর থেকে বোর্ডের তরফে গড়াপেটা রুখতে আরও কড়া পদক্ষেপ নেওয়া হয়। আইপিএল তো বটেই আন্তর্জাতিক ম্যাচ চলার সময়েও ক্রিকেটারদের নজরে রাখেন বোর্ডের দুর্নীতি দমন শাখার অধিকারিকরা। ক্রিকেটারদের নিয়মিত বেটিং-বিরোধী ‘ক্লাস’-ও নেন সংশ্লিষ্ট আধিকারিকরা।

তবে এখনও বেটিংয়ের কেলেঙ্কারি পুরোপুরি নির্মূল করা যায়নি। এবার ফ্র্যাঞ্চাইজির অন্দরমহলের তথ্য জানার জন্য সরাসরি যোগাযোগ করা হল আরসিবির তারকা পেসার মহম্মদ সিরাজের কাছে। সঙ্গেসঙ্গেই কালক্ষেপ না করে সিরাজ গোটা ঘটনা জানান বোর্ডের দুর্নীতি দমন শাখাকে।

সাকিব আল হাসান বেটিংয়ের প্রস্তাব পাওয়ার পরও জানাননি দুর্নীতি দমন শাখাকে। সেই অপরাধে সাসপেন্ড করা হয়েছিল বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে। সেই ভুল এবার আর করেননি সিরাজ।

বোর্ডের এক সূত্র সংবাদসংস্থা কে জানিয়েছেন, “কোনও বুকির তরফে গড়াপেটার প্রস্তাব দেওয়া হয়নি। তবে জুয়ায় আসক্ত হায়দরাবাদের এক গাড়ি চালকের কাছ থেকে প্রস্তাব এসেছে। যে জুয়ায় প্রচুর অর্থ হেরে গিয়ে ‘ভিতরের তথ্যের’ জন্য সিরাজকে প্রস্তাব দেয়। তারপরেই সিরাজ গোটা ঘটনাটি এন্টি করাপশন ইউনিটকে জানান। লোকটিকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে।”

গত সোমবার সিএসকের কাছে আরসিবি ক্লোজ ম্যাচে ৮ রানে পরাস্ত হয়। সিএসকের ২২৭ রান চেজ করতে নেমে আরসিবি একসময় গ্লেন ম্যাক্সওয়েল এবং ফাফ দুপ্লেসিসের তান্ডবে দুরন্ত জয় ছিনিয়ে নেওয়ার কাছেই চলে এসেছিল। তবে শেষদিকে চেন্নাইয়ের শ্রীলঙ্কান পেস বোলার মাথিসা পাথিরানা ডেথ ওভারে দারুণ বোলিং করে যান। ম্যাক্সওয়েল, ডুপ্লেসিসরা দুরন্ত খেলার পর ম্যাচ ফিনিশ করতে পারেননি দিনেশ কার্তিক, প্রভুদেশাইরা।

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2023 rcb pacer mohammed siraj got corrupt approach bcci to probe