Advertisment

কোহলির ব্যাটে দিল্লি বধ RCB-র! পন্টিং-সৌরভের ফ্র্যাঞ্চাইজিতে বিপর্যয়ের পর বিপর্যয়

টানা হারে ভয়ঙ্কর বিপদে দিল্লি ক্যাপিটালস

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

আরসিবি: ১৭৪/৬

দিল্লি ক্যাপিটালস: ১৫১/৯

Advertisment

শেষ দুই ম্যাচে টানা হার হজম করতে হয়েছিল। তবে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে জয়ে ফিরল কোহলি-দুপ্লেসিসের আরসিবি। চিন্নাস্বামীতে ব্যাট হাতে দিল্লি স্পিনাররা ১৭৪/৬ রানে আটকে রেখেছিল। জবাবে দিল্লি নির্ধারিত ২০ ওভারে ১৫১/৯-এর বেশি তুলতে পারেনি। আরসিবির জয় এল ২৩ রানে।

১৭৫ রান চেজ করতে নেমে পাওয়ার প্লে-র মধ্যেই ৪ উইকেট হারিয়ে ফেলেছিল। বিজয় কুমার, পার্নেল, মহম্মদ সিরাজদের সামনে কার্যত কোনও প্রতিরোধ ই গড়ে তুলতে পারেনি দিল্লি। ৩৮ বলে মণীশ পান্ডে হাফসেঞ্চুরি করে যান। তাঁকে ফেরান হাসারাঙ্গা। ৯৮/৭ হয়ে যাওয়ার পর দিল্লির হার ছিল সময়ের অপেক্ষা। সেটাই হল। অক্ষর প্যাটেল এদিনও ১৪ বলে ২১ করে যান। আবেশ খান (১০ বলে ১৮), আনরিখ নর্জে (১৪ বলে ২৩) ব্যাট হাতে অল্প বিস্তর অবদান রেখে যান। কোহলির দলের হয়র বিজয় কুমার ২০ রানের বিনিময়ে ৩ উইকেট দখল করেন। মহম্মদ সিরাজ ২ উইকেট নেন। হাসারাঙ্গা, ওয়েন পার্নেল, হর্ষল প্যাটেলরাও একটি করার উইকেট নেন।

তার আগে টসে জিতে প্ৰথমে ব্যাট করতে নেমে আরসিবি স্কোরবোর্ডে ১৭৪ তুলেছিল কোহলির হাফসেঞ্চুরিতে ভর করে। কোহলি ৩৪ বলে ফিফটি করে যান। ফাফ ডুপ্লেসিস (১৬ বলে ২২), মহীপাল লোমরোর (১৮ বলে ২৬), গ্লেন ম্যাক্সওয়েল (১৪ বলে ২৪), শাহবাজ আহমেদরাও (১২ বলে ২০) দলের স্কোর গড়ার কাজে অবদান রাখেন। অক্ষর প্যাটেল, কুলদীপ যাদবরা আরসিবির ব্যাটিংয়ের রান তোলার গতি আটকে দেন। তবে তাতেও শেষরক্ষা হল না।

IPL RCB Delhi Capitals Royal Challengers Bangalore
Advertisment