শনিবার প্লে অফ নিশ্চিত করে ফেলেছে সিএসকে এবং লখনৌ। গুজরাট আগেই প্লে অফে পৌঁছে গিয়েছিল। গুজরাটের সঙ্গে কোয়ালিফায়ারে খেলবে সিএসকে। অন্যদিকে, এলিমিনেটর খেলা নিশ্চিত করে ফেলেছে লখনৌ। চতুর্থ দল হিসেবে কোন দল প্লে অফে পৌঁছবে, তা নির্ধারিত হবে সুপার সানডেতে। তিন দল চতুর্থ স্থানে পৌঁছনোর লড়াইয়ে রয়েছে- রাজস্থান রয়্যালস, মুম্বই ইন্ডিয়ান্স এবং আরসিবি।
রবিবার প্ৰথম ম্যাচে দুপুরে খেলতে নামছে গুজরাট টাইটান্স এবং আরসিবি। অন্যদিকে, রাতে হায়দরাবাদের মোকাবিলা করবে মুম্বই ইন্ডিয়ান্স।
আরসিবি এবং মুম্বই দুই দলই জিতলে কী হবে?
রবিবার জিতলেই মুম্বই এবং আরসিবির দুই দলের পয়েন্ট দাঁড়াবে ১৬-এ। সেক্ষেত্রে ভালো রানরেটে থাকা দল এলিমিনেটর খেলবে। আরসিবিকে রানরেটে পেরোতে রবিবার মুম্বইকে কমপক্ষে ৭৯ রানে হারাতে হবে। এমনকি ৭৯ রানের বেশি ব্যবধানে জিতলেও আডভান্টেজ আরসিবি। কারণ রাতের ম্যাচে পুরোদস্তুর হিসাবে কষে খেলতে পারবে আরসিবি।
মুম্বই এবং আরসিবির মধ্যে এক দল জিতলে কী হবে?
মুম্বই এবং আরসিবির মধ্যে এক দল হারলে, এক দল জিতলে, সোজা হিসাবে জয়ী দল প্লে অফে পৌঁছে যাবে। রাজস্থান সেক্ষেত্রে প্লে অফের বাইরে ছিটকে যাবে।
মুম্বই এবং আরসিবি দুই দলই হারলে কী হবে?
রাজস্থান রয়্যালস ঠিক এটাই চায়। মুম্বই, আরসিবি দুই দলই রবিবার হারলে রোহিত শর্মা, সঞ্জু স্যামসন এবং ফাফ দুপ্লেসিসদের পয়েন্ট ১৪-এ আটকে যাবে। সেক্ষেত্রে নেটরেটে তিন দলের মধ্যে একদল প্লে অফে পৌঁছবে। তবে খারাপ রানরেটের কারণে মুম্বই ছিটকে যাবে। তখন লড়াই দাঁড়াবে কেবল রাজস্থান এবং আরসিবির মধ্যে। আরসিবি যদি প্ৰথমে ব্যাট করে ১৮০ প্লাস স্কোর করে। রয়্যালস চাইবে গুজরাট যেন সেই স্কোর ১৯.৩ ওভারের মধ্যে রান চেজ সমাপ্ত করে। আরসিবি যদি রান চেজ করে তাহলে রয়্যালসরা চাইবে টাইটান্স যেন নূন্যতম ৬ বা অধিক রানে ম্যাচ জেতে।
মুম্বই বনাম হায়দরাবাদ ম্যাচে কোনও ফলাফল না হলে কী হবে?
এমন পরিস্থিতিতে আরসিবি জিতলেই কোনও অঙ্কের কচকচানি ছাড়াই প্লে অফে পৌঁছে যাবে। আরসিবি হারলে মুম্বই প্লে অফ খেলবে।
আরসিবি বনাম টাইটান্স ম্যাচে ফলাফল না হলে কী হবে?
এমন সিচ্যুয়েশনে মুম্বই জিতলেই কোয়ালিফাই করবে। নাহলে আরসিবি প্লে অফ খেলবে।
রবিবার দুই ম্যাচেই কোনও ফলাফল না হলে কী হবে?
এমন পরিস্থিতিতে নেট রানরেটে এগিয়ে থাকার জন্য আরসিবি কোয়ালিফাই করবে।
Read the full article in HINDI