বুধবার কেকেআর খেলতে নামছে আরসিবির বিপক্ষে। তার আগে দলের সতীর্থদের টুর্নামেন্টের পরবর্তী পর্বে আরও কঠিন লড়াই চালানোর বার্তা দিলেন। সাত ম্যাচে দুটো জয় সমেত কেকেআর লিগ টেবিলের সাত নম্বরে রয়েছে। আরসিবির বিরুদ্ধে মরিয়া হয়ে খেলতে নামবে কেকেআর।
চলতি সিজনে কেকেআরের বলার মত বিষয় রিঙ্কু সিংয়ের ধারাবাহিক আক্রমণাত্মক ব্যাটিং, ভেঙ্কটেশ আইয়ারের শতরান। বাকিরা ভুলে যাওয়ার মত। চিন্নাস্বামীতে নামার আগে ফর্মে আরসিবি শিবির। তবে হাল ছাড়ছে না কেকেআর-ও।
ম্যাচের আগের দিন জেসন রয় সাংবাদিক সম্মেলনে বলে দিলেন, "শিবিরে আপাতত নিজেদের ছাপিয়ে যাওয়ার কথাবার্তা চালানো হচ্ছে। নিজেদের খেলা উপভোগ করতে হবে। সীমিত ওভারের ফরম্যাটে টানা হেরে মানসিকভাবে পিছিয়ে পড়া খুব স্বাভাবিক একটা বিষয়।"
"তবে আমরাও আত্মবিশ্বাসী থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছি। ড্রেসিংরুমে যথারীতি খোলামেলা আবহাওয়া রয়েছে। আমাদের সিস্টেম থেকে আমরা যাতে খুব বেশি বিচ্যুত না হই, সেদিকেও খেয়াল রাখা হচ্ছে। ব্যক্তিগতভাবে আমাদের আয়নার সামনে দাঁড়ানো উচিত। প্রতি সেশনে উন্নতির চেষ্টা করে যেতে হবে। ভাবতে হবে, কীভাবে আমরা দলের হয়ে আরও ভালোভাবে অবদান রাখতে পারি। হার সত্ত্বেও বেশ কিছু ব্যক্তিগত পারফরম্যান্স নজর কেড়েছে আমাদের। যেটা সদর্থক বিষয়। তবে হার তো হার-ই।"
"বালিতে আপাতত একটা লাইন টানতে হবে। টুর্নামেন্টের অর্ধেক খতম হয়েছে। বাকি অর্ধেক মরশুমে যাতে নিজেদের ছাপিয়ে যেতে পারি সেটার প্রয়াস করে যেতে হবে।"
Read the full article in ENGLISH