New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/04/rcb-fan.jpg)
২৪ ঘন্টা আগেই কেকেআর বনাম গুজরাট টাইটান্স ম্যাচের থ্রিলার দেখেছিল। সেই উত্তেজনার রেশ কাটতে না কাটতেই ফের একবার নতুন থ্রিলারের আমদানি হল ২৪ ঘন্টা পরেই। আরসিবি বনাম লখনৌ ম্যাচ বক্স অফিসে ব্লকবাস্টার তকমা পেল। যেখানে শেষ বলে হাতে এক উইকেট নিয়ে রোমহর্ষক জয় পেল কেএল রাহুলের লখনৌ।
কোহলি-ডুপ্লেসিস এবং গ্লেন ম্যাক্সওয়েলের দুর্ধর্ষ অর্ধশতরানে ভর করে আরসিবি ২১২/২ খাড়া করেছিল স্কোরবোর্ডে। তবে দিনের শেষে সেই রান-ও ডিফেন্ড করতে পারলেন না কোহলিরা। রান চেজ করতে নেমে ১০৫/৫-এ ধসে গিয়ে লখনৌ হারের একদম কাছে পৌঁছে গিয়েছিল। সেখান থেকে ম্যাচ ঘোরায় আয়ুশ বাদোনি এবং নিকোলাস পুরানের পার্টনারশিপ। ৩৫ বলে ৮৪ রানের জুটিতে দুজনে লখনৌকে জেতার আশা জাগিয়ে দেন। পুরান-বাদোনির পার্টনারশিপের আগে মার্কাস স্টোইনিস একপ্রস্থ মাঠ মাতিয়ে দিয়েছিলেন ৩০ বলে ৬৫ রানের ইনিংসে।
নিকোলাস পুরান ১৫ বলে দ্বিতীয় দ্রুততম হাফসেঞ্চুরি সমেত ১৯ বলে ৬২ রানের বিধ্বংসী ইনিংস খেলে যান। ৭টা অতিকায় ছক্কা হাঁকানোর সঙ্গে চারটে ওভার বাউন্ডারিও হাঁকিয়ে যান তিনি। তবে মহম্মদ সিরাজ এই জুটিতে ভাঙন ধরিয়ে বড়সড় ঝটকা দেন। ১৯তম ওভারে আয়ুশ বাদোনিও ২৪ বলে ৩০ করে আউট হয়ে যান ওয়েইন পার্নেলের বলে।
Most satisfying moment is to see RCB fans crying. 😭😂🤣 Peak RCB
RCB = Chokers, Chokers = Haarcb#RCBvsLSG #ViratKohli #LSGvRCBpic.twitter.com/JQS26tTJCu— Daddy 🇮🇳 (@papa_b0lte_) April 10, 2023
শেষ ওভারে জয়ের জন্য লখনৌয়ের দরকার ছিল ৫ রান। তবে হর্ষল প্যাটেল শেষ ওভারে মার্ক উড এবং জয়দেব উনাদকাটকে আউট করে রোমাঞ্চ হাজির করেন। শেষ বলে জয়ের সমীকরণ দাঁড়ায় ১ রান। লখনৌয়ের হাতে বেঁচে ছিল মাত্র ১ উইকেট। নন-স্ট্রাইকিং এন্ডে দাঁড়িয়ে থাকা রবি বিশ্নোইকে আউট করার মোক্ষম সুযোগ পেয়েছিলেন হর্ষল। তবে তিনি তা কাজে লাগাতে পারেননি। বিশাল রান করেও শেষমেশ পরাজিত হিসাবে মাঠ ছাড়তে হয় ডুপ্লেসিস বাহিনীকে।
One of the craziest scenes on the final ball:
LSG needed 1 with just 1 wicket in hand on the final ball. Harshal Patel tried to run out Ravi Bishnoi at the non striker's end, but fumbled.
LSG wins with a bye single! pic.twitter.com/6BBUW4j5wI— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 10, 2023
আর এমন রোমহর্ষক ম্যাচের পরেই ভাইরাল হয়ে যান এক আরসিবি মহিলা সমর্থক। ক্যামেরায় ধরা পড়ে এক আরসিবির মহিলা সমর্থক হার হজম না করতে পেরে কেঁদে ভাসাচ্ছেন স্টেডিয়ামে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল।
You can call me sadist, but Watching RCB fan crying is my source of happiness it gives me inner pleasure that nothing can do pic.twitter.com/cmSYA1k5mJ
— Marc Spector 🌜 (@mOonknight146) April 10, 2023
সেই ভিডিওর কমেন্টে ক্রিকেট প্রেমীদের সরস মন্তব্যও জমা পড়ছে। সবমিলিয়ে লখনৌ-আরসিবি ম্যাচ যে ধুন্ধুমার ম্যাচের প্রকৃষ্ট উদাহরণ হয়ে থাকল, তা নিয়ে সন্দেহ নেই।