scorecardresearch

আরসিবি দর্শকদের মাঠেই ‘অপমান’ গম্ভীরের! শেষ বলের থ্রিলার জিততেই সংযম হারালেন গৌতম, দেখুন ভিডিও

ম্যাচ জিতেই চিন্নাস্বামীতে বিতর্কিত কাণ্ড গম্ভীরের, দেখুন ভিডিও

আরসিবি দর্শকদের মাঠেই ‘অপমান’ গম্ভীরের! শেষ বলের থ্রিলার জিততেই সংযম হারালেন গৌতম, দেখুন ভিডিও

টানটান ম্যাচে শেষ বলে জয়। আর তাতে নিজের আবেগ ধরে রাখতে পারলেন না লখনৌ সুপার জায়ান্টস মেন্টর গৌতম গম্ভীর। চিন্নাস্বামী স্টেডিয়ামে হাইস্কোরিং ম্যাচ হল। আর শেষ বলে লখনৌয়ের নাটকীয় জয়ের পর তেতে উঠলেন গম্ভীর।

মুষ্টিবদ্ধ হাত ছুঁড়ে দিলেন বাতাসে। সমস্ত সতীর্থদের আলিঙ্গন করলেন। তারপর বেঙ্গালুরুর চিন্নাস্বামী দর্শকদের সকলকে মুখে হাত দিয়ে চুপ করার ইঙ্গিত দিলেন। যে ঘটনায় চালু হল নতুন বিতর্ক। আরসিবি সমর্থকরা কিছুদিন আগেই ব্যঙ্গ করেছিলেন রোহিত শর্মাকে। তারই পাল্টা দিলেন গম্ভীর, সোমবার।

রোমহর্ষক ম্যাচে লখনৌ শেষ ওভারে রোলার কোস্টার চালিয়ে জিতল একদম শেষ বলে। আরসিবির ২১২/২ এর জবাবে লখনৌ তুলল ২১৩/৯। চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে লখনৌ আপাতত লিগ টেবিলের শীর্ষে। আর তিন ম্যাচে মাত্র ১ জয় নিয়ে আরসিবি সাত নম্বরে নেমে গেল।

কেএল রাহুল ম্যাচের শেষে বলে গেলেন, “যেভাবে পুরান এবং স্টোইনিস ব্যাট করে গেল। এদিন আমরা দু পয়েন্ট পেলাম স্রেফ ওঁদের জন্যই।” অন্যদিকে হতাশ ডুপ্লেসিস জানাচ্ছেন, “ভীষণ হতাশ লাগছে। ওঁরা সত্যিসত্যি ইনিংসের মাঝপথে ভালো খেলেছে। ভেবেছিলাম আমরা পাল্টা লড়াই দিয়েছি। আমার সমস্ত অস্ত্র ব্যবহার করেছি। তবে কোনওকিছুই কাজে আসেনি।”

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2023 rcb vs lsg lucknow super giants mentor gautam gambhirs gesture towards royal challengers bengaluru fans irk criticism