রোহিত-কোহলির সম্পর্ক বরাবর আলোচনায়। দুই তারকা যে দুজনের ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে পড়েন না, তা দিনের আলোর মতই স্পষ্ট। তবে প্রকাশ্যে দুজনে দুজনের বিষয়ে কখনই নেতিবাচক মন্তব্য করেননি। বরং দুজনেই সযত্নে বিষয়টি মিডিয়ার মস্তিষ্কপ্রসূত বলেই উড়িয়ে দিয়েছেন।
বিরাট জাতীয় দলে তিন ফরম্যাটেই নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর ক্যাপ্টেন আপাতত রোহিত শর্মা। দুজনে একত্রে আন্তর্জাতিক মঞ্চে জাতীয় দলের দুর্গরক্ষা করেন ব্যাট হাতে। তবে আইপিএলে আলাদা আলাদা জার্সি পরতেই তীব্র প্রতিদ্বন্দ্বীতা চাপা থাকে না।
চলতি আইপিএলের অন্যতম বিতর্কিত ঘটনা ঘটে গেল মুম্বই বনাম আরসিবি ম্যাচে। যা সপ্তাহ গড়াতে চললেও আলোচনা থামার লক্ষ্য নয়। সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে মহম্মদ সিরাজকে পরামর্শ দিতে শোনা যাচ্ছে বিরাট কোহলিকে। সিরাজকে রোহিতের হেলমেটে মারার পরামর্শ দিয়েছেন কোহলি।
মুম্বইয়ের ইনিংসের প্ৰথম ওভারে বল করেছিলেন মহম্মদ সিরাজ। সেই ওভারের প্ৰথম বলেই রোহিত শর্মা ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে বল ঠেলে এক রান নেন। এরপরেই সিরাজকে কোহলি পরামর্শ দেন, 'হেলমেট পে মার ইসকো'।
ম্যাচ কয়েকদিন আগেই খতম হয়ে গিয়েছে। তবে এই ভিডিও নেট দুনিয়ায় প্রকাশ পাওয়ার পরই তা ভাইরাল। অনেকেই কোহলির অখেলোয়াড় সুলভ মানসকিতার সমালোচনা করেছেন। অনেকে আবার বিষয়টিকে গেমপ্ল্যানের অংশ হিসাবে কোহলির পাশে দাঁড়িয়েছেন। অনেকের আবার যুক্তি কোহলি রোহিত নাকি মুম্বইয়ের অন্য ওপেনার ঈশান কিষানকে বলেছেন, সেই বিষয়টিও স্পষ্ট নয়।
প্ৰথম ম্যাচে রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স দাঁড়াতেই পারেনি কোহলি-ডুপ্লেসিসের ব্যাটিং বিক্রমে। মুম্বইয়ের ১৭২ রান তাড়া করে আরসিবি মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। ডুপ্লেসিস (৪৩ বলে ৭৩) এবং বিরাট কোহলির (৪৯ বলে ৮২) ব্যাটে অসহায়ভাবে আত্মসমর্পণ করেছিল মুম্বই।