Advertisment

ধোনি ক্যাপ্টেন হলে RCB তিনবার IPL জিতে ফেলত! কোহলিকে মুকুটের খোঁচা এবার আক্রমেরও

কোহলির আরসিবিকে নিয়ে চরম মন্তব্যে ঝড় আক্রমের

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ধোনিতে তিনি প্রভাবিত। এতটাই যে ওয়াসিম আক্রম সরাসরি বলে দিলেন, ধোনি যদি আরসিবির নেতা হতেন, তাহলে কমপক্ষে তিনটে আইপিএল ট্রফি জিতে ফেলতেন।

Advertisment

স্পোর্টসক্রীড়ায় এক সাক্ষাৎকারে পাকিস্তানি কিংবদন্তি বলে দিয়েছেন, "ধোনি যদি আরসিবির নেতা হতেন, তাহলে এতক্ষণে ওঁরা তিনবার চ্যাম্পিয়ন হয়ে যেত। এখনও পর্যন্ত ওঁরা একবার-ও ট্রফি জিততে পারেনি। ওঁদের এত সমর্থন। তাছাড়া আধুনিক সময়ের শ্রেষ্ঠ ব্যাটসম্যান বিরাট কোহলিও আরসিবির হয়ে খেলে। তবে দুর্ভাগ্যজনকভাবে এই ফ্র্যাঞ্চাইজি একবার-ও জিততে পারেনি। যদি ধোনি আরসিবিতে খেলত, নির্ঘাত দলকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করত।"

বিরাট কোহলির আরসিবি ৭ উইকেটে শনিবার শোচনীয়ভাবে হেরে গিয়েছে দিল্লি ক্যাপিটালসের কাছে। কোহলি হাফসেঞ্চুরি করে দলকে ১৮১ পর্যন্ত পৌঁছতে সাহায্য করলেও লাভ হয়নি। দিল্লির হয়ে ফিল সল্ট ব্যাট হাতে তান্ডব চালিয়ে যান। যোগ্য সহায়তা করেন মিচেল মার্শ (১৭ বলে ২৬), রিলি রসৌ (২২ বলে ৩৫) এবং ক্যাপ্টেন ওয়ার্নার (১৪ বলে ২২)।

দিল্লি প্ৰথম পাঁচ ম্যাচেই হেরে গিয়েছিল। তবে হঠাৎ করেই যেন জয়ের পাসওয়ার্ড খুঁজে পেয়েছে। শেষ পাঁচ ম্যাচের চারটিতেই জয়ী হয়েছে ওয়ার্নারের দল। আরসিবি ব্যাটসম্যানরা বড়সড় রান চেজ করল মাত্র ১৬.৪ ওভারে।

দিল্লির কাছে হেরে আরসিবির প্লে অফে ওঠা নিয়ে ফের অনিশ্চয়তার বাতাবরণ তৈরি হল। ১০ ম্যাচে কোহলিদের জয়ের সংখ্যা মাত্র পাঁচটিতে। চেন্নাই আবার শেষ ম্যাচে হারিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে।

Read the full article in ENGLISH

IPL Royal Challengers Bangalore RCB Mahendra Sing Dhoni MS DHONI
Advertisment