scorecardresearch

সতীর্থকে কুৎসিত গালি সিরাজের! ক্ষমা চেয়ে পার পেলেন সুপারস্টার, দেখুন ভিডিও

আইপিএলে কুৎসিত গালাগালি করে একী করলেন সিরাজ

সতীর্থকে কুৎসিত গালি সিরাজের! ক্ষমা চেয়ে পার পেলেন সুপারস্টার, দেখুন ভিডিও

রবিবার আইপিএলে আরসিবির সঙ্গে ম্যাচ ছিল রাজস্থান রয়্যালসের সঙ্গে। সেই ম্যাচেই সতীর্থ মহীপাল লোমরোকে গালিতে ভরিয়ে দিয়েছিলেন সিরাজ। ১৯ তম ওভারের ঘটনা ছিল। সেই ওভারেই লোমরোর থ্রোয়ে সন্তুষ্ট হতে পারেননি সিরাজ। তারপরেই নিজের মেজাজ সামলাতে পারেননি তিনি। সরাসরি গালিতে ভরিয়ে দেন তিনি।

তবে ম্যাচের পরেই সিরাজ লোমরোর কাছে ক্ষমা চেয়ে নেন। আরসিবির পোস্ট করা ইউটিউব চ্যানেলে সিরাজ বলে দেন, “আমি ভীষণ রেগে গিয়েছিলাম। দুঃখিত, আমি ইতিমধ্যেই ওঁর কাছে দু-বার ক্ষমা চেয়ে নিয়েছি। মাঠের বাইরে আগ্রাসন সাধারণত বয়ে নিয়ে যাই না। ম্যাচের পর সবকিছুই ধীরে ধীরে শান্ত হয়ে যায়।”

লোমরোর জবাব, “ঠিক আছে সিরাজ ভাই। এরকম বড় ম্যাচে ছোটখাটো এরকম ঘটনা ঘটেই থাকে।” সিরাজ এই মুহূর্তে আইপিএলের বেগুনি টুপির মালিক। ১৩ উইকেট তাঁর নামের পাশে। সাত ম্যাচে গড় ১৫.৩৮।

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2023 rcbs mohammed siraj apologises to mahipal lomror for his abusive behaviour