Advertisment

নভিনকে স্লেজিংয়ের পর এবার ওয়ার্নারকে আঙুল তুলে হুমকি! সিরাজের কাণ্ডে ফের উত্তপ্ত IPL, দেখুন ভিডিওয়

আরসিবির জার্সিতে ফের বিতর্কে জড়ালেন মহম্মদ সিরাজ

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

বিতর্ক যেন পিছু ছাড়ছে না আরসিবির। মাঠে খেলতে কোহলির আরসিবি খেলতে নামলেই সংঘাতময় পরিস্থিতি তৈরি হচ্ছে। প্ৰথম লেগের দিল্লি ক্যাপিটালস বনাম আরসিবি ম্যাচে শীতল লড়াই লেগে গিয়েছিল কোহলি-সৌরভের। এরপর গত সোমবার সেই কুখ্যাত আরসিবি বনাম লখনৌ ম্যাচের উদাহরণ তো হাতেগরমে যেখানে কোহলি, নভিন উল হক এবং গৌতম গম্ভীরকে জড়িয়ে কেলেঙ্কারি ঘটেছিল লখনৌয়ের একানা স্টেডিয়ামে।

Advertisment

সেই ম্যাচের রেশ কাটতে না কাটতে একই পরিস্থিতি তৈরি হল শনিবার দিল্লি বনাম আরসিবি ম্যাচে আরও একবার। ফের একবার স্লেজিংয়ে জড়িয়ে গেল মহম্মদ সিরাজের নাম। আরসিবির ১৮২ রান চেজ করতে নেমে ব্যাট হাতে সাইক্লোন তুলেছিলেন দিল্লির দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং ফিল সল্ট। দুজনেই পাওয়ার প্লে-তে চড়াও হয়েছিলেন মহম্মদ সিরাজের ওপর। এতেই মেজাজ হারিয়ে বসেন হায়দরাবাদি স্পিডস্টার। সিরাজ সরাসরি উত্যক্ত করতে থাকেন দিল্লির দুই ওপেনারকে। প্রথমে সল্টকে স্লেজিং করে বসেন সিরাজ। এরপরে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে যায় ডেভিড ওয়ার্নার সিরাজকে পাল্টা দেওয়ার পর। শেষ পর্যন্ত পরিস্থিতি শান্ত করেন আরসিবি ক্যাপ্টেন দু প্লেসিস এবং আম্পায়াররা।

ঘটনা হল, ঠিক একইভাবে সিরাজ গত সোমবার নভিন-গম্ভীর বনাম কোহলি সংঘাতের সূত্রপাত করেন। সিরাজই বিতর্কবিদ্ধ সেই ম্যাচে প্ৰথমে স্লেজিং করতে থাকেন নভিন উল হককে। তারপরে নভিন পাল্টা দেওয়ার পরেই আসরে নেমে পড়েন সেই ম্যাচে নেতৃত্ব দেওয়া কোহলি।

কোহলির গালিগালাজের মুখে পড়ে যান নভিন। ঝামেলার এক পর্যায়ে নভিন-কে জুতোও দেখিয়ে বসেন কোহলি। পাল্টা দেন আফগান তারকা-ও। তারপরের ঘটনা সকলের কাছেই কমবেশি জানা। কীভাবে করমর্দনের সময় নভিন পাল্টা দেবেন কোহলিকে। কাইল মায়ের্স সরাসরি কোহলির কাছে জানতে চান কেন তিনি নভিনকে গালাগালি দেন। যার প্রত্যুত্তরে কোহলি কুৎসিত গালি দেন আফগান সিমারকে লক্ষ্য করে। এরপরেই গোটা ঘটনায় গম্ভীরের প্রবেশ। এবং পরিস্থিতি কার্যত হাতের বাইরে চলে যাওয়া।

যাইহোক, শনিবার স্লেজিং করেও সুবিধা করতে পারেননি সিরাজ। আরসিবির ১৮২ রানের টার্গেট চেজ করে ২০ বল বাকি থাকতে হয় ছিনিয়ে নেয় দিল্লি ক্যাপিটালস। ফিল সল্ট ৪৫ বলে ৮৭ রানের বিষ্ফোরক ইনিংস খেলে যান। ডেভিড ওয়ার্নার (২২), মিচেল মার্শ (২৬) এবং রিলি রসৌ (৩৫) জয় আরও সহজ করে দেন ক্যাপিটালসের। প্ৰথম পাঁচ ম্যাচ হারের পর দিল্লি আপাতত শেষ পাঁচ ম্যাচের চারটিতেই জয় পেল।

Read the full article in ENGLISH

IPL David Warner Royal Challengers Bangalore RCB Mohammed Siraj Delhi Capitals
Advertisment