Advertisment

৫০ লক্ষ টাকা বিলিয়ে দিলেন রিঙ্কু! কেকেআর তারকার নতুন কীর্তি জানলে হৃদয় গলে যাবে

মনে রাখার মত কাজ করছেন রিঙ্কু

author-image
IE Bangla Sports Desk
New Update
Rinku

দারিদ্র্যতাকে দেখেছেন একদম সামনে থেকে। নিজে এক ঘরে কোনওরকম কাটিয়েছেন পরিবারের বাকি সদস্যদের সঙ্গে। এমনকি সাফাইকর্মীর কাজও করতে হয়েছে। এখন অবশ্য দেশের কোনায় কোনায় একটাই নাম- রিঙ্কু সিং। যেন 'এলাম, দেখলাম এবং জয় করলাম'- ভিনি, ভিশি, ভিডি!

Advertisment

আইপিএল পেয়ে গিয়েছে তাঁর নবতম নক্ষত্রকে। চরম দারিদ্র্যতা থেকে উঠে আসা রিঙ্কু এবার মাঠের বাইরেও হৃদয় গলিয়ে দেওয়ার মত কাজ করছেন। সর্বভারতীয় এক প্রচারমাধ্যমে বলা হয়েছে, রিঙ্কু সিং নিজে যে জায়গা থেকে উঠে এসেছেন, সেই আলিগড়ে গরিব ক্রিকেটারদের জন্য হোস্টেল খুলতে চলেছেন। আগামী মাসেই যা চালু হয়ে যাবে।

রিঙ্কুর শৈশবের কোচ মাসুদ জাফর আমিনি সর্বভারতীয় প্রচারমাধ্যমকে জানিয়েছেন, "ও সবসময় তরুণ ক্রিকেটারদের জন্য হোস্টেল খুলতে চাইত। যাতে তাঁদের কোনও আর্থিক সমস্যা না থাকে। ও এখন আর্থিকভাবে স্বচ্ছল। তাই নিজের স্বপ্ন বাস্তবায়িত করতে চাইছে ও।"

"তিন মাস আগে হোস্টেলের কাজ শুরু হয়। কেকেআরে যোগ দেওয়ার আগে রিঙ্কু নিজে সমস্ত বিষয়ে তদারকি করেছিল। হোস্টেলে চারটে রুম থাকবে। প্রতি ঘরে চারজন ক্রিকেট শিক্ষার্থী থাকতে পারবে। একটা প্যাভিলিয়ন, শেডও করা হচ্ছে। হোস্টেলে একটা ক্যান্টিন থাকবে, যেখানে উঠতি ক্রিকেটাররা খাবার খেতে পারবেন। পুরো কার্যক্রমে ৫০ লক্ষ টাকা খরচ হবে। পুরো খরচই দেবেন রিঙ্কু।"

IPL KKR Kolkata Knight Riders
Advertisment