Advertisment

অসভ্যতার সীমা ছাড়াল KKR সমর্থকরা! বেনজির আক্রমণে বিদ্ধ রবিন উথাপ্পা

কেকেআর সমর্থকদের রোষের মুখে এবার উথাপ্পা

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

কেকেআর সংসারের অবিচ্ছেদ্য অংশ ছিলেন বছরের পর বছর। ২০১৪ থেকে ২০২০ টানা সাত বছর নাইটদের হয়ে ওপেন করেছেন। সেই সঙ্গে উইকেটকিপারের দায়িত্ব ভাগাভাগি করে নিয়েছিলেন দিনেশ কার্তিকের সঙ্গে। তবে গৌতম গম্ভীর ছেড়ে যাওয়ার পর নাইটদের পতন শুরু হয়েছিল। অন্তত নিজের স্বীকারোক্তিতে এরকমটাই জানালেন রবিন উথাপ্পা।

Advertisment

টুইটারে কেকেআরে খেলে যাওয়া তারকা বলে দিয়েছেন, "গম্ভীর চলে যাওয়ার পর সবকিছুই কীরকম যেন বদলে গেল। নিজেকে দলের সঙ্গে বিচ্ছিন্ন মনে হত। তবে কেকেআরের জন্য আমার ভালবাসা সবসময়ই থাকবে চিরকালের জন্য। কেকেআরের সমর্থনের জন্য কৃতজ্ঞ। এটাই স্পষ্ট করে জানাতে চাই। কেকেআরের সমর্থকদের জন্য কিছু বলা হয়নি। ওঁদের সবসময় ভালবেসে যাব।"

কেন হঠাৎ স্বীকারোক্তি করতে গেলেন রবিন উথাপ্পা? আসলে জিও সিনেমার এক অনুষ্ঠানে রবিন উথাপ্পাকে।জিজ্ঞাসা করা হয়, কোন ফ্র্যাঞ্চাইজির হয়ে পুনরায় তিনি খেলতে চান। সঙ্গেসঙ্গেই সিএসকের কথা জানান তিনি। পরে সোশ্যাল মিডিয়ায় চেন্নাইকে সমর্থন জানানোর জন্য নিজের মেয়ের সঙ্গে হলুদ জার্সিতে ছবিও পোস্ট করেন।

এরপরেই উথাপ্পার দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলা হয় কেকেআর সমর্থকদের তরফ থেকে। বলা হয়, ছয় বছর যে ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন, সেই ফ্র্যাঞ্চাইজির তুলনায় মাত্র ২ বছর খেলেই চেন্নাইয়ের প্রতি এত গভীর অনুরাগ জন্মে গেল!

নাইট সমর্থকদের বেনজির আক্রমণের মুখে রবিন উথাপ্পাকে পুনরায় টুইট করতে হয়, "আমার প্রতি এই বিদ্বেষ দেখে মোটেই অবাক হই না। আমার অভিজ্ঞতার জন্যই কী এরকম আচরণের মুখে পড়তে হচ্ছে! সকলের জন্য ভালবাসা রইল।" এরপরেই উথাপ্পার সমর্থনে এগিয়ে আসেন ইরফান পাঠান। তিনি লেখেন, "ঘৃণা সরিয়ে রেখে দেখো আমার ভাই। স্রেফ ভালোবাসার দিকে নজর দাও।" যার পাল্টা উথাপ্পা আবার লেখেন, "জীবন তো ভালবাসায় পূর্ণ ভাই। একমাত্র ভালবাসাই ঘৃণাকে হারাতে পারে।"

২০০৭-এ ভারতের টি২০ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন উথাপ্পা। সিএসকে, কেকেআর বাদেও উথাপ্পাকে দেখা গিয়েছে রাজস্থান রয়্যালস, আরসিবির জার্সিতে। কেকেআরের হয়ে ২০১৪ এবং ২০২১-এ সিএসকের হয়ে আইপিএল ট্রফি জিতেছেন।

বর্তমানে বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে খেলতে দেখা যায় উথাপ্পাকে। চলতি আইপিএলে বিশেষজ্ঞের ভুমিকাও পালন করছেন তিনি।

Read the full article in ENGLISH

IPL KKR Robin Uthappa Kolkata Knight Riders CSK Chennai Super Kings
Advertisment