/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/05/robin-uthappa.jpg)
কেকেআর সংসারের অবিচ্ছেদ্য অংশ ছিলেন বছরের পর বছর। ২০১৪ থেকে ২০২০ টানা সাত বছর নাইটদের হয়ে ওপেন করেছেন। সেই সঙ্গে উইকেটকিপারের দায়িত্ব ভাগাভাগি করে নিয়েছিলেন দিনেশ কার্তিকের সঙ্গে। তবে গৌতম গম্ভীর ছেড়ে যাওয়ার পর নাইটদের পতন শুরু হয়েছিল। অন্তত নিজের স্বীকারোক্তিতে এরকমটাই জানালেন রবিন উথাপ্পা।
টুইটারে কেকেআরে খেলে যাওয়া তারকা বলে দিয়েছেন, "গম্ভীর চলে যাওয়ার পর সবকিছুই কীরকম যেন বদলে গেল। নিজেকে দলের সঙ্গে বিচ্ছিন্ন মনে হত। তবে কেকেআরের জন্য আমার ভালবাসা সবসময়ই থাকবে চিরকালের জন্য। কেকেআরের সমর্থনের জন্য কৃতজ্ঞ। এটাই স্পষ্ট করে জানাতে চাই। কেকেআরের সমর্থকদের জন্য কিছু বলা হয়নি। ওঁদের সবসময় ভালবেসে যাব।"
After Gauti was let go, everything changed and i felt alienated. However my love for the fans of KKR was the same and will remain the same forever. I’m forever grateful for their support and I wanna clarify that!! This isn’t about the fans of KKR. I’ll forever love and respect em
— Robin Aiyuda Uthappa (@robbieuthappa) May 24, 2023
কেন হঠাৎ স্বীকারোক্তি করতে গেলেন রবিন উথাপ্পা? আসলে জিও সিনেমার এক অনুষ্ঠানে রবিন উথাপ্পাকে।জিজ্ঞাসা করা হয়, কোন ফ্র্যাঞ্চাইজির হয়ে পুনরায় তিনি খেলতে চান। সঙ্গেসঙ্গেই সিএসকের কথা জানান তিনি। পরে সোশ্যাল মিডিয়ায় চেন্নাইকে সমর্থন জানানোর জন্য নিজের মেয়ের সঙ্গে হলুদ জার্সিতে ছবিও পোস্ট করেন।
Bro played one-two seasons with Chennai and sold his soul
I have never seen him supporting Kkr like this— Rajasthani Bateman (@rohit_san13) May 23, 2023
এরপরেই উথাপ্পার দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলা হয় কেকেআর সমর্থকদের তরফ থেকে। বলা হয়, ছয় বছর যে ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন, সেই ফ্র্যাঞ্চাইজির তুলনায় মাত্র ২ বছর খেলেই চেন্নাইয়ের প্রতি এত গভীর অনুরাগ জন্মে গেল!
Loyalty and respect is a give and take my friend!!
— Robin Aiyuda Uthappa (@robbieuthappa) May 23, 2023
"If I could play again, I'll play for CSK" 💛
🗣 Robin Uthappa makes some big revelations while answering fan questions with Anant Tyagi on #TheInsiders 😄#TATIPL action continues ➡️ LIVE & FREE on #JioCinema #IPLonJioCinema pic.twitter.com/woSfw5DsJ0— JioCinema (@JioCinema) May 23, 2023
নাইট সমর্থকদের বেনজির আক্রমণের মুখে রবিন উথাপ্পাকে পুনরায় টুইট করতে হয়, "আমার প্রতি এই বিদ্বেষ দেখে মোটেই অবাক হই না। আমার অভিজ্ঞতার জন্যই কী এরকম আচরণের মুখে পড়তে হচ্ছে! সকলের জন্য ভালবাসা রইল।" এরপরেই উথাপ্পার সমর্থনে এগিয়ে আসেন ইরফান পাঠান। তিনি লেখেন, "ঘৃণা সরিয়ে রেখে দেখো আমার ভাই। স্রেফ ভালোবাসার দিকে নজর দাও।" যার পাল্টা উথাপ্পা আবার লেখেন, "জীবন তো ভালবাসায় পূর্ণ ভাই। একমাত্র ভালবাসাই ঘৃণাকে হারাতে পারে।"
Zindagi toh pyaar se bara pada hai mere bhai!!🤗 ♥️ and only Love can overcome hate!! 🤟🏾😊 https://t.co/2956dqkOrG
— Robin Aiyuda Uthappa (@robbieuthappa) May 23, 2023
২০০৭-এ ভারতের টি২০ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন উথাপ্পা। সিএসকে, কেকেআর বাদেও উথাপ্পাকে দেখা গিয়েছে রাজস্থান রয়্যালস, আরসিবির জার্সিতে। কেকেআরের হয়ে ২০১৪ এবং ২০২১-এ সিএসকের হয়ে আইপিএল ট্রফি জিতেছেন।
বর্তমানে বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে খেলতে দেখা যায় উথাপ্পাকে। চলতি আইপিএলে বিশেষজ্ঞের ভুমিকাও পালন করছেন তিনি।
Read the full article in ENGLISH