Advertisment

বাটলার-চাহালদের বুলডোজারে পিষে গেল হায়দরাবাদ! চার-ছক্কার বন্যায় একপেশে জয় রাজস্থানের

IPL 2023, Rajasthan Royals vs Sunrisers Hyderabad match report in Bangla: জস বাটলারের ব্যাটে ঝড় উঠেছিল প্ৰথম ম্যাচেই

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

রাজস্থান রয়্যালস: ২০১/৫

সানরাইজার্স হায়দরাবাদ: ১৩১/৮

Advertisment

প্ৰথমে ব্যাট হাতে বাটলার, জয়সোয়ালদের তান্ডব। তারপর বোল্ট-চাহালদের পেস এবং ঘূর্ণির মারণ ফাঁদ। টুর্নামেন্টের প্ৰথম ম্যাচে খেলতে নেমে রাজস্থান রয়্যালস উড়িয়ে দিল হায়দরাবাদ। একপেশে ম্যাচে রয়্যালসরা জিতল ৭০ রানের বিশাল ব্যবধানে। রাজস্থানের বিশাল ২০২ রানের টার্গেট চেজ করতে নেমে হায়দরাবাদ গুটিয়ে গেল মাত্র ১৩১/৮ রানে।

প্ৰথমে ব্যাট করতে নেমে জস বাটলারের সঙ্গেই ব্যাট হাতে হাফসেঞ্চুরিতে তান্ডব চালিয়ে গেলেন ওপেনার যশস্বী জয়সোয়াল (৩৭ বলে ৫৪), সঞ্জু স্যামসনও (৩২ বলে ৫৫)। তিনজনের ব্যাটে ভর করে রাজস্থান স্কোরবোর্ডে ২০১ তোলার পরেই কার্যত নিশ্চিত হয়ে যায় রয়্যালসদের জয়।

জবাবে ব্যাট করতে নেমে হায়দরাবাদ বিশাল রানের চাপের সামনে অসহায়ভাবে আত্মসমর্পণ করল। প্ৰথমে ট্রেন্ট বোল্ট রাহুল ত্রিপাঠি এবং ওপেনার অভিষেক শর্মাকে দ্বিতীয় ওভারেই ফিরিয়ে দেন। তারপরে আর কামব্যাক করতে পারেনি হায়দরাবাদ। মাঝের ওভারে জুজবেন্দ্র চাহাল, জেসন হোল্ডাররা স্রেফ গুটিয়ে দেন হায়দরাবাদ ব্যাটিংকে।

জুজবেন্দ্র চাহাল ৪ ওভারে ৪ উইকেট নিলেন মাত্র ১৭ রান খরচ করে। জেসন হোল্ডার, রবিচন্দ্রন অশ্বিনও একটি করে উইকেট নিয়েছেন।

তার আগে টসে জিতে প্ৰথমে ফিল্ডিং নিয়েছিলেন হায়দরাবাদ অধিনায়ক ভুবনেশ্বর কুমার। ব্যাট করতে নেমে সানরাইজার্স হায়দরাবাদকে একা ধ্বংস করে দিয়েছিলেন জস বাটলার। বাটলার-যশস্বী জয়সোয়াল ধুন্ধুমার ব্যাটিংয়ে রবিবার রাজস্থান আইপিএলের ইতিহাসে পাওয়ার প্লে-র সেরা স্কোর গড়ে যায়। ৬ ওভারেই রাজস্থান ৮৫/১ তুলে দেয়।

ফজলহক ফারুখির বলে আউট হওয়ার আগে বাটলার ২২ বলে ৫৪ করে যান। হাফসেঞ্চুরি করেন মাত্র ২০ বলে। নিজের ইনিংসে হাঁকান ৭ বাউন্ডারি, ৩ ওভার বাউন্ডারি।

আরও পড়ুন: কেকেআর ব্যাটারের সঙ্গে ‘দুর্ব্যবহার’ অর্শদীপের! চোখ দেখিয়ে বিতর্কে প্রীতির দলের সুপারস্টার, দেখুন ভিডিও

সানরাইজার্স ক্যাপ্টেন হিসাবে চলতি সিজনের প্ৰথম ম্যাচ খেলতে নেমে দুঃস্বপ্নের পারফরম্যান্স করে গেলেন ভুবনেশ্বর কুমার। ভুবনেশ্বরের সঙ্গে ওয়াশিংটন সুন্দর-কেও ব্যাট হাতে নির্মমভাবে তুলোধোনা করলেন বাটলার-জয়সোয়ালরা। বাটলারের মেজাজের সামনে পড়ে ভুবনেশ্বর নিজের প্ৰথম দুই ওভারেই খরচ করে বসেন যথাক্রমে ১৭ এবং ১৯ রান। রাজস্থান দলগতভাবে ৫০-এ পৌঁছয় মাত্র ২২ বলে।

বাটলারের ২০ বলে ফিফটি আইপিএলের ইতিহাসে পঞ্চম দ্রুততম। এর আগে ২০১৮-য় তিনিই দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ১৮ বলে ৫০ করেছিলেন। এরপরে দ্বিতীয় দ্রুততম ওয়েইশ শাহের আরসিবির বিপক্ষে ১৮ বলে ফিফটি। রাজস্থানের সঞ্জু স্যামসন এবং যশস্বী জয়সোয়ালই এই তালিকায় রয়েছেন যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে। সঞ্জু স্যামসন এবং যশস্বী দুজনেই ১৯ বলে হাফসেঞ্চুরি করেছিলেন সিএসকের বিপক্ষে।

হায়দরাবাদের হয়ে রবিবার আদিল রশিদ, হ্যারি ব্রুকস, গ্লেন ফিলিপস এবং মায়াঙ্ক আগারওয়াল প্ৰথম ম্যাচ খেলতে নেমেছিলেন। অন্যদিকে, রাজস্থানের হয়ে প্ৰথম নামেন জেসন হোল্ডার এবং কেএম আসিফ।

IPL Sunrisers Hyderabad Rajasthan Royals sanju Jos Buttler
Advertisment