শুভমান গিল একার হাতে ধ্বংস করে দিয়েছেন কোহলির প্লে অফে খেলার স্বপ্নকে। কোহলির শতরানের মঞ্চে নতুন রাজা হিসাবে উঠে এসেছেন শুভমান গিল। শুভমানের বিধ্বংসী সেঞ্চুরি আরসিবিকে প্লে অফ থেকে ছিটকে দিতেই কোহলি ভক্তদের রোষের মুখে পড়লেন তাঁর বোন শাহনিল।
Advertisment
শাহনিল গিলের ইনস্টাগ্রাম প্রোফাইল গালিগালাজের বন্যা বইয়ে দিলেন কোহলির কিছু 'টক্সিক' ফ্যান। প্ৰথমে শাহনিলকে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর গালিগালাজে আক্রমণ করা হলেও অনেক সমর্থকই অবশ্য এমন নক্কারজনক কান্ড কারখানায় সায় দেননি। পাল্টা কোহলি ভক্তরাও প্রতিরোধের মুখে পড়েছেন।
ফ্র্যাঞ্চাইজির তরফেও বলে দেওয়া হয়েছে, কোনও ক্রিকেটারের বোনকে যদি গালিগালাজের মাধ্যমে ট্রোলিং করা হয়, সে অন্তত কোহলি কিংবা আরসিবি সমর্থক নন।
শাহনিল একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার অনেকের মাথা ঘুরিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। শাহনিলের ভেরিফায়েড ইনস্টাগ্রাম পেজের ফলোয়ার ৯৫.২ হাজার। সুন্দরী বোনের সঙ্গে প্রায়ই শুভমানকে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্টাতে দেখা যায়।
কোহলি আরসিবিকে প্লে অফে তুলতে চেষ্টার কসুর করেননি। হায়দরাবাদের বিরুদ্ধে বিধ্বংসী শতরানের পর গুজরাটের বিপক্ষে মাস্ট উইন ম্যাচে কোহলি একা সেঞ্চুরি করে দলকে ১৯৭ রানের নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিয়েছিলেন। এই নিয়ে টানা দুটো আইপিএল শতরানের নিরিখে কোহলি ছুঁয়ে ফেলেন শিখর ধাওয়ান, জস বাটলারকে। সেই সঙ্গে এককভাবে সবথেকে বেশি আইপিএল শতরানের মালিকও হয়ে গিয়েছেন কোহলি।
কোহলির সেই উৎসবের মঞ্চেই জল ঢেলে দিয়েছেন শুভমান। দুর্ধর্ষ শতরান করে লড়াই কার্যত একপেশে করে দেন তিনি। বিজয়শঙ্করের সঙ্গে ১২৩ রানের পার্টনারশিপে এলেবেলে ম্যাচ গুজরাট শেষ পর্যন্ত ৬ উইকেটে জিতে যায়।
আর কোহলির এই দুর্দশার জন্যই শেষমেশ কিনা দায়ী করা হল গিলের বোনকে।