scorecardresearch

IPL-এ চাকরি যেতে পারে সৌরভদের! একের পর এক হারে ভবিষ্যৎ সঙ্কটে মহাতারকাদের

সৌরভদের ভবিষ্যৎ নিয়ে বড়সড় আপডেট

IPL-এ চাকরি যেতে পারে সৌরভদের! একের পর এক হারে ভবিষ্যৎ সঙ্কটে মহাতারকাদের

রাজধানী শহরের ফ্র্যাঞ্চাইজি। এবার বিপর্যয়ের মরশুম চলছে। হেড কোচ রিকি পন্টিং, সহকারী কোচ শ্যেন ওয়াটসন। ক্রিকেট ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়। মাঠের মধ্যে মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নার, রভম্যান পাওয়েল, আনরিখ নর্জে, অক্ষর প্যাটেলদের মত একের পর এক তারকা। তবে মাঠ এবং মাঠের বাইরে নক্ষত্রখচিত স্কোয়াড নিয়েও পাঁচ ম্যাচে পরপর হার। আইপিএলের সমস্ত দল জয়ের দেখা পেলেও এখনও একমাত্র দল হিসেবে পয়েন্টের খাতা খুলতে পারেনি দিল্লি।

বৃহস্পতিবার কেকেআরের বিপক্ষে অরুণ জেটলি স্টেডিয়ামে খেলতে নামছে দিল্লি ক্যাপিটালস। নাইটদের বিপক্ষে ওয়ার্নাররা হারলেই প্লে অফের দৌড় থেকে কার্যত ছিটকে যাবে ক্যাপিটালস।

সংবাদসংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, আগামী সিজনে কোচিং স্টাফে বড়সড় রদবদল ঘটতে চলেছে। বলা হচ্ছে, কোচিং স্টাফে পরিবর্তন তো বটেই সাপোর্ট স্টাফের সংখ্যাতেও কাটছাঁট করা হবে।

বলা হচ্ছে, দিল্লির কোচিং স্টাফের সংখ্যা বেশ দীর্ঘ। রিকি পন্টিং, শ্যেন ওয়াটসন, সৌরভ গঙ্গোপাধ্যায় ছাড়াও রয়েছেন পাঁচজন সহকারী কোচ- জেমস হোপস, অজিত আগারকার, প্রবীণ আমরে, বিজু জর্জ।

সংবাদসংস্থাকে এক সূত্র বলে দিয়েছেন, এখনই কোনও বদল ঘটবে না। তবে আগামী মরশুমে পরিবর্তন নিশ্চিত হবে। “মরশুমের মাঝপথে কোনও বদল ঘটবে না। তবে টানা দু মরশুম ব্যর্থতার জের মোটেই ভালোভাবে নেবে না বিনিয়োগকারী জিএমআর এবং জেএসডব্লিউ কর্তৃপক্ষ। এত বড় কোচিং স্টাফ রাখা হবে না। বেশ কয়েকজনকে ছাঁটা হবে।”

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2023 sourav gangulys delhi capitals coaching staff likely to get trimmed from next season