বৃহস্পতিবার ম্যাচে আরসিবির বিরুদ্ধে আরও একবার ব্যর্থ হয়েছিলেন কেকেআর তারকা মনদীপ সিং। রানের খাতা খোলার সগেই ডেভিড উইলির বলের শিকার হতে হয় তাঁকে।
বারবার ব্যর্থ হওয়ায় মনদীপকে নিয়ে এবার ক্ষোভ উগরে দিলেন সুনীল গাভাসকার। পাঞ্জাবের তারকা ব্যাটারকে সমালোচনায় ভাসিয়ে দিয়ে কিংবদন্তি বলে দিলেন, "প্রতি আইপিএলেই ও কোনও না কোনও ফ্র্যাঞ্চাইজি ঠিক পেয়ে যায়। তবে ও কিন্তু কিছুই করতে পারে না। উইলির বলে আউট হওয়ার পরই মনদীপকে নিয়ে বিষ্ফোরক মন্তব্য করে বসেন সানি।
আইপিএল ২০২৩-এ মনদীপকে ৫০ লক্ষ টাকার বেস প্রাইসে সই করিয়েছে কেকেআর। আইপিএলে গত বৃহস্পতিবার শূন্য করার পরে অযাচিত রেকর্ডের মালিক হয়ে গিয়েছেন তিনি।
আরও পড়ুন: জয়ী একাদশেও বদল KKR-এর! বাদ বিদেশি সুপারস্টার, অভিষেকের পথে চমকে দেওয়া প্রতিভা
আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি ডাকের মালিক আপাতত তিনিই। এর আগে ১৪বার শূন্য করে রোহিতের সঙ্গেই যুগ্মভাবে এই তালিকার শীর্ষে ছিলেন মনদীপ।
আইপিএলে মনদীপ ১১০ ম্যাচ খেলে ২০.৯১ গড়ে ১২৪-এর কিছু বেশি স্ট্রাইক রেট নিয়ে ১৬৯৪ রান করেছেন তিনি। ফিফটির সংখ্যা মাত্র ছয়টি। পাঞ্জাব কিংসের বিপক্ষে প্ৰথম ম্যাচে মাত্র ২ করেন তিনি।
কেকেআর রবিবার দুপুরে মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স-এর বিপক্ষে। নিয়মিতভাবে ব্যর্থ হলেও মনদীপ সিংকে গুজরাট ম্যাচেও প্ৰথম একাদশে জায়গা দেওয়া হতে পারে। প্ৰথম দুই ম্যাচে ২ এবং ০ করার পরে মনদীপের জায়গা নিয়ে সংশয় তৈরি হয়েছে। তবে চন্দ্রকান্ত পন্ডিত টপ অর্ডারে খুব বেশি রদবদল করার পক্ষপাতী নন। তাই ভাবা হয়েছিল মনদীপকে হয়ত রবিবারও খেলাবে কেকেআর। মনদীপকে হয়ত আরও একটা সুযোগ দেওয়ার পথে হাঁটবে কেকেআর। তবে রবিবারের মেগা ম্যাচে বাইরেই রাখা হয়েছে তারকাকে।
Read the full article in ENGLISH