Advertisment

ভারতীয়রা হ্যাটা করছিল, মুখ বন্ধ করে দিলাম! ইডেনে KKR-কে শুইয়ে বিষ্ফোরক হায়দরাবাদের বিদেশি

KKR-কে ছক্কার বন্যায় ভাসিয়ে ১৩.২৫ কোটির বিদেশির চরম অপমান ভারতীয়দের

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

কেকেআর ম্যাচের আগে ভারতীয় দর্শকরা কটূক্তি করেছিল বলে অভিযোগ তুললেন সানরাইজার্স হায়দরাবাদের তারকা বিদেশি হ্যারি ব্রুক। শুক্রবার শতরান করে সকলের মুখ বন্ধ করে দিয়েছেন তিনি। এমনটাই জানিয়ে দিলেন নিলামে ১৩.২৫ কোটি দাম পাওয়া সুপারস্টার।

Advertisment

বিশ্বকাপজয়ী ইংরেজ তারকা শুক্রবারের আগে নিজের দামের প্রতি সুবিচার করতে পারছিলেন না। তিন ইনিংসে করেছিলেন মাত্র ১৩, ৩ এবং ১৩। তারপরেই ইংরেজ তারকার বেশি দাম পাওয়া নিয়ে আলোচনা শুরু হয়েছিল।

আরও পড়ুন: আন্দ্রে রাসেলকে নিয়ে ব্যাপক চিন্তায় KKR! দুঃসাহস দেখিয়ে বাদ দেওয়া হতে পারে সুপারস্টারকে

কেকআরের বিরুদ্ধে চলতি সিজনের প্ৰথম সেঞ্চুরি করার পর ব্রুক জানাচ্ছেন, "সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পারছিলাম, আমাকে রাবিশ বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। শুক্রবার বহু ভারতীয় দর্শক আবার বলছেন, ভালো খেলেছি। তবে কয়েকদিন আগে ওঁরাই আবার আমাকে উল্টোপাল্টা বলে যাচ্ছিল। সত্যি কথা বলতে ওঁদের চুপ করাতে পেরে ভাল লাগছে।"

তিনি আরও জানালেন, ইডেনের দর্শকরা দুর্ধর্ষ। দলের প্রয়োজনে যেকোনও জায়গায় ব্যাট করতে রাজি তিনি। সেটাও জানালেন। "অনেকেই বলেন টি২০-তে ওপেনিং হল সেরা স্লট। তবে যেকোনও পজিশনে ব্যাট করতে পারলেই আমার ভালো লাগবে। পাঁচ নম্বরে ব্যাটিং করে অনেক সাফল্য পেয়েছি। নিজস্ব নাম-ও হয়েছে। আমার চারটে টেস্ট শতরান এই পজিশনে ব্যাটিং করেই। দুর্ধর্ষ জনতার সাক্ষী থাকলাম এদিন। পুরো বিষয়টা দারুণ উপভোগ করেছি।"

"প্ৰথমের দিকে স্পিন খেলতে সমস্যায় পড়ছিলাম। তবে পাওয়ার প্লে-তে স্বভাবসিদ্ধ ব্যাটিং করতে চেয়েছিলাম। মিডল ওভারে স্ট্রাইক রোটেট করে বাকিদের হিটিংয়ের সুযোগ করে দিচ্ছিলাম। পিচ ব্যাটিং সহায়ক ছিল। নির্দিষ্ট লেন্থে বোলিং করে উইকেট তোলা জরুরি ছিল। আমাদের এখনও কাজ শেষ হয়নি। আমার বান্ধবী এখানে রয়েছে। তবে পরিবারের বাকিরা চলে গিয়েছেন। সকলেই আমার পারফরম্যান্সে খুশি হবে বলেই আমার বিশ্বাস।" জানালেন হ্যারি।

নিজের বিষ্ফোরক ইনিংসে একডজন বাউন্ডারি, তিনটে ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন।৫৫ বলে ১০০ করে অপরাজিত থাকেন। হ্যারি ব্রুকের বিধ্বংসী ব্যাটে ভর করে হায়দরাবাদ স্কোরবোর্ডে ২২৪ তুলেছিল। চলতি সিজনে যা কোনও দলের সর্বোচ্চ স্কোর।

Read the full article in ENGLISH

KKR Sunrisers Hyderabad Kolkata Knight Riders IPL
Advertisment