সামনেই ওয়ানডে বিশ্বকাপ। তাই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবে আইপিএলের বেশ কিছু ম্যাচে না-ও নামতে পারেন রোহিত শর্মা। তাঁর বদলে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে সূর্যকুমার যাদবকে।
আইপিএল ফাইনালের ঠিক একসপ্তাহ পরেই লন্ডনের ওভালে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। অক্টোবর-নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ রয়েছে। ভারতের এই ঠাসা ক্রীড়াসুচির মধ্যেই তারকা ক্রিকেটারদের ফিট থাকা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: রাজ্য দলেই বাদ, সে-ই কিনা ক্যাপ্টেন! নীতিশ ‘নেতা’ হতেই চরম সমালোচনার মুখে KKR
রোহিত বেশ ইনজুরি প্রবণ। তবে তিনি ফিট থেকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওয়ার্ল্ড কাপে জাতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে প্রস্তুত। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হচ্ছে, রোহিত বাছাই করে ম্যাচ খেলবেন। তিনি সব ম্যাচ না খেললেও দলের সঙ্গে সবসময় থাকবেন। এওয়ে ম্যাচে দলের সঙ্গে অন্য ভেন্যুতে ট্র্যাভেল করবেন। এমনকি সূর্যকে ডাগ-আউট থেকে পরামর্শও।দিতে দেখা যাবে তাঁকে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সম্প্রতি ওয়ানডে সিরিজ শেষের পর রোহিত শর্মা বলে দিয়েছিলেন আইপিএল খেলার সময় জাতীয় দলের জন্য কীভাবে ফিট থাকবে, সেই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ক্রিকেটারকেই নিতে হবে।
আরও পড়ুন: ক্যাপ্টেন শ্রেয়স নেই, তবু KKR একাদশ ঘুম উড়িয়ে দিতে পারে বহু দলের! কেমন হচ্ছে নাইটদের প্ৰথম ১১
"পুরোপুরি এগুলো ফ্র্যাঞ্চাইজিদের ব্যাপার। ক্রিকেটারদের মালিক এখন ওঁরাই। আমরা সমস্ত দলকেই কিছু ইঙ্গিত দিয়েছি। তবে দিনের শেষে শেষ সিদ্ধান্ত নেবে সেই ফ্র্যাঞ্চাইজিই। এবং আরও স্পষ্ট করে বললে, সেই ক্রিকেটারের ওপর সবকিছু নির্ভর করছে। ওঁরা প্রত্যেকেই প্রাপ্তবয়স্ক। নিজেদের শরীরের দিকে নজর রাখার দায়িত্ব নিতে হবে ওঁদেরই। যদি ওঁদের মনে হয় শরীরের ওপর খুব বেশি ধকল যাচ্ছে, তাহলে দলের সঙ্গে কথা বলে দু-একটা ম্যাচে ব্রেক নিতেই পারে। তবে আমার সন্দেহ রয়েছে এসব আদৌ হবে কিনা!" বলে দিয়েছেন তিনি।
Read the full article in ENGLISH