Advertisment

ক্যাপ্টেন হয়ে ফিরলেন কিং কোহলি! উড়ে গেল পাঞ্জাব

ক্যাপ্টেন হয়েই আরসিবিকে জেতালেন কোহলি

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

শেষবার আইপিএলে নেতা হিসেবে দেখা গিয়েছিল ২০২১-এর অক্টোবরে। আর দু-বছর পর আইপিএলে নেতৃত্বের আর্মব্যান্ড পরে আরসিবিকে জেতালেন কোহলি। ব্যাট হাতে যেমন ঝড় তুললেন। তেমন দুর্ধর্ষ অধিনায়কত্ব করে দলকে পাঞ্জাবের বিপক্ষে জেতালেন।

Advertisment

প্ৰথমে ব্যাট করে আরসিবি ১৭৪/৪ তুলেছিল কোহলি, দু-প্লেসিসের ব্যাটিং ঝড়ে ভর করে। জবাবে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস অলআউট হয়ে গেল মাত্র ১৫০ রানে। ২৪ রানে জয় পেল কোহলির আরসিবি।

১৭৫ রান চেজ করতে নেমে পাঞ্জাব প্ৰথম থেকেই বিপর্যয়ের মুখে পড়েছিল। পাওয়ার প্লে-র মধ্যেই চার উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে গিয়েছিল শিখর ধাওয়ানরা। প্রভসিমরণ সিংকে একমাত্র ভালো ছন্দে দেখাচ্ছিল। একপ্রান্ত আগলে তিনিই প্রতিরোধ গড়ে তুলছিলেন। তবে অন্যপ্রান্ত থেকে সেভাবে সাপোর্ট পেলেন না তিনি। শেষ পর্যন্ত ৪৬ করে আউট হয়ে ফিরে যান তিনি।

এরপরে জিতেশ শর্মা ঝোড়ো ব্যাটিংয়ে আশা জাগিয়েছিলেন পাঞ্জাবের। তবে একইভাবে অন্যপ্রান্ত থেকে সেভাবে সহায়তা পাননি। ২৭ বলে ৪১ করে তিনি শেষ পর্যন্ত ট্র্যাজিক হিরো হয়েই মাঠ ছাড়লেন।

আরসিবির হয়ে দুর্ধর্ষ বোলিং করে গেলেন মহম্মদ সিরাজ। লিয়াম লিভিংস্টোন সহ প্ৰথম দিকেই ঝটকা দিয়ে সিরাজ কিংসদের পিছনে ঠেলে দেন। এছাড়াও সিরাজ ডিরেক্ট থ্রোয়ে দুর্ধর্ষ রান আউটও করলেন। ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে চার উইকেট তুলে নিলেন তিনি। ম্যাচের মোক্ষম সময়ে জিতেশ শর্মার ক্যাচ ফেলে দিয়েছিলেন কোহলি। তবে হর্ষল প্যাটেল ফেরান বিপজ্জনক ব্যাটসম্যানকে। সিরাজ প্ৰথম দিকে ব্রেক থ্রু দেওয়ার পর পাঞ্জাব ইনিংসের লেজ ছেঁটে দেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, হর্ষল প্যাটেলরা।

প্ৰথমে ব্যাট করতে নেমে আরসিবিকে দুর্ধর্ষ সূচনা উপহার দিয়েছিলেন দুই ওপেনার ফাফ ডু প্লেসিস এবং বিরাট কোহলি। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে আরসিবি এদিন ব্যবহার করল ক্যাপ্টেন ফাফকে। নেতার আর্মব্যান্ড পরলেন কোহলি। দুজনে প্ৰথম উইকেটেই ১৩৭ তুলে দেন। কোহলি ৪৭ বলে ৫৯ করে ফিরলেও ডুপ্লেসিস ৫৬ বলে ৮৪ করে যান পাঁচটা করে ছক্কা, বাউন্ডারির সাহায্যে। পাঞ্জাবের হয়ে হরপ্রীত ব্রার জোড়া উইকেট নেন।

IPL Punjab Kings Faf Royal Challengers Bangalore Virat Kohli RCB KXIP
Advertisment