অঙ্কে ৫১, ইংরেজিতে ৮১! IPL-এর ঠিক একদিন আগেই মাধ্যমিকের রেজাল্ট ফাঁস করলেন কোহলি নিজেই

স্কুল জীবনে কেমন ছাত্র ছিলেন কোহলি, ফাঁস হয়ে গেল রেজাল্ট

স্কুল জীবনে কেমন ছাত্র ছিলেন কোহলি, ফাঁস হয়ে গেল রেজাল্ট

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

নেট দুনিয়ায় ঝড় তুলে দিলেন বিরাট কোহলি। আইপিএল শুরুর ঠিক একদিন আগে মাধ্যমিকের ফলাফল প্রকাশ করে দিলেন মহাতারকা। 'কু' এপে নিজের মার্কশিট জানিয়ে কোহলির ক্যাপশন, "এটা মজার যে মার্কশিটে যে বিষয়ে নম্বর সবথেকে কম থাকে, সেটাই চরিত্র গঠনে সবথেকে সহায়ক হয়।"

Advertisment

বিরাট কোহলির প্রকাশ করা মার্কশিটে দেখা জায়েজ ইংরেজিতে সবথেকে বেশি নম্বর পেয়েছেন তিনি- ৮৩। তারপরে সোশ্যাল সায়েন্স-এ ৮১, হিন্দিতে ৭৫, ইন্ট্রোডাক্টরি আইটিতে ৭৪, বিজ্ঞানে ৫৫ এবং টেক-গণিতে ৫১ পেয়েছেন।

২০১৮-য় পশ্চিমবঙ্গে ইংরেজি মাধ্যম রাজ্য বোর্ডের পরীক্ষায় বিরাট কোহলিকে নিয়ে লিখতে বলা হয়েছিল পড়ুয়াদের। তাদেরও প্রিয় তারকাকে নিয়ে রচনা লিখতে অসুবিধা হয়নি।

Advertisment

publive-image

তিন ফরম্যাটেই সম্প্রতি সেঞ্চুরির খরা কাটিয়েছেন কোহলি। আরসিবির জার্সিতে তাঁকে আইপিএলের ময়দানে দেখা যাবে। আরসিবির প্ৰথম ম্যাচ ২ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে।

আরসিবির কিংবদন্তি কোহলি। বহুবার আইপিএলে একার হাতে ম্যাচ বের করেছেন আরসিবির ট্রেডমার্ক লাল জার্সিতে। তবে অধিনায়কত্ব ছাড়ার পর গত সিজনে তাঁকে সেভাবে ফর্মে পাওয়া যায়নি। ১১৫.৯৯ গড়ে করেছেন মাত্র ৩৪১ রান। তবে এবার আন্তর্জাতিক ক্রিকেটে ফর্ম ফিরে পেয়েই আইপিএলে নামছেন মহাতারকা।

সম্প্রতি কোহলি বলেছেন, "যদি নিজের প্রত্যাশা মত এবার আইপিএল খেলতে পারি, তাহলে ব্যাপারটা চিত্তাকর্ষক হতে চলেছে।"

Read the full article in ENGLISH

Virat Kohli madhyamik result