scorecardresearch

টি২০’তে কোহলির ব্যাটিং অচল! বিষ্ফোরক মন্তব্যে আগুন জ্বালালেন বিশ্বকাপজয়ী কোচ

কোহলি কি দল নয় স্রেফ নিজের জন্যই ব্যাটিং করছেন, প্রশ্ন উঠে গিয়েছে

টি২০’তে কোহলির ব্যাটিং অচল! বিষ্ফোরক মন্তব্যে আগুন জ্বালালেন বিশ্বকাপজয়ী কোচ

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে কোহলি ক্যাপিটালসের বিপক্ষে ৪৬ বলে ৫৫ করেছিলেন। এতেই সমালোচনার ঝড় উঠে গিয়েছে। হাফসেঞ্চুরি করেও ধীরগতির ব্যাটিংয়ের তীব্র নিন্দিত তিনি। বলে দেওয়া হচ্ছে, দল নয়, স্রেফ নিজের কীর্তির জন্যই খেলতে নামছেন কোহলি। সেই সুরেই এবার সুর মেলালেন বিশ্ববিখ্যাত কোচ টম মুডি। বলে দিলেন, কোহলির ব্যাটিং ঘরানা আধুনিক টি২০-তে অচল।

ইএসপিএন ক্রিকইনফোয় কোহলিকে নিয়ে সরাসরি মন্তব্যে টম মুডি বলে দিয়েছেন, “এই নিয়ে আলোচনা চলতেই থাকবে। কারণ এটাই কোহলির ব্যাটিং স্টাইল। এভাবেই ও ব্যাটিং করে। ওঁর টি২০ কেরিয়ারের স্ট্রাইক রেট ১৩০-এর আশেপাশে। তবে অবিশ্বাস্যভাবে ও রানের পর রান করে যায়।”

এরপরেই মুডি জানাচ্ছেন, “হয়ত ও ভেবে থাকতে পারে, অন্যপ্রান্তের ব্যাটসম্যানরা যখন ঝড়ের গতিতে রান তুলছে, আমি স্রেফ সঙ্গ দেওয়ার কাজ চালিয়ে যাই। তবে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম চলে আসার পর টি২০’তে কোহলির ব্যাটিং টেমপ্লেট এখন অচল হয়ে গিয়েছে। সেই কারণেই এখন আমরা এত ২০০+ স্কোরের ম্যাচ দেখছি। এই শিট আঙ্করের কার্যত কোনও ভূমিকাই নেই এখনকার টি২০’তে। তবে এরকম ব্যাটিং করলে ১৫০+ রান তোলা নিশ্চিত হয়ে যায়।”

কোহলি দিল্লির বিপক্ষে একপ্রান্তে ক্রিজ আকড়ে পড়ে থাকলেও অন্যপ্রান্তে মহীপাল লোমরোর ২৯ বলে ৫৪ রানের ঝড় তুলে যান। মুডি বলছেন, “আরসিবির যত রান তোলা উচিত সেটা কী তুলতে পেরেছে? কোহলি যদি একটু লাগামছাড়া খেলত, মহীপাল লোমরোর সঙ্গে ওভার পিছু একটা বাউন্ডারি হাঁকানোর চেষ্টাও করত, তাহলে অন্য কিছু ঘটতেই পারত।”

লোমরোর সঙ্গে কোহলি তৃতীয় উইকেটে ৫৬ রানের পার্টনারশিপ গড়ে যান। আরসিবি স্কোরবোর্ডে ১৮১ তুললেও শেষমেষ ফিল সল্টের দাপটে সেই রান-ও নিরাপদে থাকেনি। ৪৫ বলে ৮৭ রানের ইনিংসে সল্ট একাই কোহলিদের ধুয়ে দেন। আর দিল্লি সাত উইকেটে জিততেই নিশানায় কোহলির স্লো ব্যাটিং।

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2023 virat kohlis batting heavily criticised by tom moody