Advertisment

KKR-দিল্লি ম্যাচে বৃষ্টির থাবা, খেলা ভেস্তে গেলে কার লাভ, কার ক্ষতি! জানুন সঠিক সমীকরণ

অরুণ জেটলি স্টেডিয়ামে বৃষ্টিতে দেরিতে শুরু হল কেকেআরের খেলা

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

লিগ তালিকায় একদম নীচে থাকা দল। টানা পাঁচ ম্যাচ হেরে বসা দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে জয়ের পথে প্রত্যাবর্তন করার দারুণ সুযোগ ছিল কেকেআরের। তবে বৃষ্টি শুরুতেই বাধ সেধেছে খেলার। তুমুল বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের প্রায় একঘন্টা পরে শুরু হয়েছে ম্যাচ। কোনও ওভার না কমিয়েই দুই ইনিংসে পুরো ২০ ওভার করেই ম্যাচ আয়োজন করা হচ্ছে।

Advertisment

টসে দিল্লি জিতে প্ৰথমে বোলিং নিয়েছে। ঘটনা হল, বাকি ম্যাচে খেলায় বৃষ্টি প্রভাব ফেলবে না এখনই স্পষ্ট করে বলা যাচ্ছে না। ম্যাচের মধ্যে বৃষ্টি ফের বিঘ্ন ঘটালে ওভার কমানো ছাড়া গতি থাকবে না।

নিয়ম অনুযায়ী, ম্যাচের ফলাফল নির্ধারণের জন্য দুই ইনিংসে নূন্যতম পাঁচ ওভার খেলা গড়াতেই হবে। কেকেআর পুরো ২০ ওভার ব্যাটিং করার পর বৃষ্টি এলে, দিল্লিকে ডার্কওয়ার্থ লুইস নিয়ম অনুযায়ী সংশোধিত টার্গেট চেজ করতে হবে। আর দিল্লি ইনিংস কিছুটা চালু হওয়ার পর বৃষ্টিতে বাকি ইনিংস খেলানো সম্ভব না হলে, দিল্লির স্কোর ডার্ক ওয়ার্থ লুইস নিয়মে খতিয়ে দেখে জয়-পরাজয় নির্ধারণ করা হবে।

কেকেআর বৃহস্পতিবার চারটে বদল ঘটিয়ে খেলতে নেমেছে দিল্লির বিপক্ষে। এন জগদীশন, গুরবাজ রহিম, শার্দূল ঠাকুর এবং লকি ফার্গুসনকে বসিয়ে প্ৰথম একাদশে নিয়ে আসা হয়েছে লিটন দাস, জেসন রয়, মনদীপ সিং এবং কুলবন্ত খেজরিওয়ালাকে। প্ৰথমে ব্যাট করতে নেমে কেকেআর মোটেই ভালো পজিশনে নেই। পাওয়ার প্লে-র মধ্যেই লিটন দাস, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা আউট হয়ে যান। শেষ আপডেট অনুযায়ী, ১৩ ওভার শেষে কেকেআর ৭৩/৬। মনদীপ সিং, রিঙ্কু সিং এবং সুনীল নারিন-ও আউট হয়ে গিয়েছেন।

KKR Kolkata Knight Riders IPL Delhi Capitals
Advertisment