রবিবার গোটা দেশের নজর ছিল গুজরাটের আহমেদাবাদ স্টেডিয়ামে। সেখানে বরুণ দেবতা যে এভাবে সকলকে হতাশ করবেন, ভাবা যায়নি। ম্যাচ শুরুর নির্ধারিত সময়ের চার ঘণ্টা পরেও টস করা সম্ভব হয়নি। প্রবল বৃষ্টিতে রবিবার আটকে গিয়েছে আইপিএল ফাইনাল। খেলা গড়াল সোমবার, রিজার্ভ ডে-তে।
টস শুরুর ঠিক আধঘন্টা আগে বৃষ্টি শুরু হয়। সঙ্গেসঙ্গেই পিচ কভার করে দেওয়া হয়। সেই সঙ্গে বোলারদের রান আপের জায়গাও ঢাকা দেওয়া হয়। প্ৰথমে ঝিরঝির বৃষ্টি হলেও দ্রুতই প্রবল বর্ষণ শুরু হয়।
ঘটনা হল প্রবল বৃষ্টিতে মাঠের না ঢাকা অংশে অনেক জল জমে যায়। আইপিএলের নিয়ম অনুযায়ী, রবিবার কোনও কারণে ম্যাচ শুরু না করা হলে খেলা গড়াবে সোমবার। সোমবার রিজার্ভ ডে রয়েছে। আগেই ঘোষণা করা হয়েছিল। আইপিএলে ম্যাচ হওয়ার জন্য দুই ইনিংসে নূন্যতম পাঁচ ওভার খেলা করতেই হবে। সবমিলিয়ে ম্যাচ সমাপ্ত করতে হবে স্থানীয় সময় রাত ১২.২৬ মিনিটের মধ্যে। সুপার ওভার শুরুর কাট-অফ টাইম রাত ১২.৫৬। তবে রাত এগারোটার পরেও যখন খেলা শুরু করা যায়নি। তখন রবিবারের ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে দেন ম্যাচ অফিসিয়ালরা।
রাত ৯.৪০-এর মধ্যে খেলা শুরু হলে দুই ইনিংস-ই ২০ ওভার করে করা সম্ভব হত। যদি এত করেও ম্যাচ আয়োজন করা গেল না। নতুন করে ম্যাচ খেলা হবে সোমবার, রিজার্ভ ডে।
কোনও কারণে রিজার্ভ ডেতেও খেলা আয়োজন সম্ভব না হলে। লিগ রাউন্ডে যে দল পয়েন্টের বিচারে এগিয়ে ছিল সেই দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
৭০ ম্যাচের লিগ পর্ব শেষে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স টেবিলে এক নম্বর স্থানে ফিনিশ করেছিল। ১৪ ম্যাচের ১০টিতেই জিতে ২০ পয়েন্ট অর্জন করেছিলেন হার্দিক পান্ডিয়া এন্ড কোং। ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল সিএসকে।
সেই হিসাবে দু-দিনের ফাইনাল ম্যাচ ভেস্তে গেলে, না খেলেই চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে গুজরাট টাইটান্স। সেরকম যদি হয়, তাহলে প্ৰথমবার এই নিয়মে চ্যাম্পিয়ন হবে কোনও দল। এর আগে এরকম দৃষ্টান্ত আর নেই।
Read the full article in ENGLISH