দিল্লিতে পন্থের জায়গা ভরাবে কে! বাঙালি তারকায় ফাটকা খেলবে পন্টিংয়ের ক্যাপিটালস

পন্থের জায়গায় এবার দিল্লির উইকেটকিপার ব্যাটসম্যান কে, জেনে নিন

দিল্লিতে পন্থের জায়গা ভরাবে কে! বাঙালি তারকায় ফাটকা খেলবে পন্টিংয়ের ক্যাপিটালস

ঋষভ পন্থের ইনজুরি বড়সড় শূন্যস্থান তৈরি করেছে দিল্লি ক্যাপিটালস দলে। নিজেদের দলের ব্যালান্স অক্ষুণ্ন রাখার জন্য দিল্লিকে পার্টটাইম উইকেটকিপারের শরণাপন্ন হতে হবে হয়ত। দিল্লির হেড কোচ রিকি পন্টিং জানিয়ে দিয়েছেন, পন্থের পরিবর্ত তাঁরা খুঁজছেন। তবে সেই এখনও সমাধান পাননি তাঁরা।

অজি কিংবদন্তি জানিয়েছিলেন, “আমরা এখনও উইকেটকিপার ব্যাটসম্যান ঠিক করিনি। ঋষভ চলে গিয়ে বড় ফাঁক রেখে গিয়েছে। সহজে ঋষভের শূন্যস্থান পূরণ করা সম্ভব নয়। ওঁর মত ক্রিকেটার তো আর গাছে জন্মায় না। স্কোয়াডে যাঁরা রয়েছে, তাঁদের মধ্যেই পরিবর্ত খুঁজতে হবে।”

কলকাতায় ফেব্রুয়ারিতে দু সপ্তাহের ফিটনেস ক্যাম্প আয়োজিত হয়েছিল। সরফরাজ খান উইকেটকিপিং করতে গিয়ে আঙুলে চিড় ধরিয়ে বসেন। ইরানি কাপেও খেলতে পারেননি মধ্যপ্রদেশের বিপক্ষে।

ক্যাপিটালস স্কোয়াডে একমাত্র পূর্ণ সময়ের উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে রয়েছেন ইংল্যান্ডের ফিল সল্ট। সাউথ আফ্রিকা টি২০ টুর্নামেন্টে প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে উইকেটকিপিং করেছেন। তবে সল্টকে খেলালে দলের ভারসাম্য বিঘ্নিত হতে পারে।

অন্য অপশন হিসাবে রয়েছেন মনীশ পান্ডে। তবে তিনি খেললে কোটলার লো বাউন্স পিচে অক্ষর প্যাটেল, কুলদীপ যাদবদের বোলিং কীভাবে সামলান তিনি, তা দেখার।

পন্থের ক্যাপ্টেন্সি সেভাবে হয়ত মিস করবে না ফ্র্যাঞ্চাইজি। ওয়ার্নারের নেতৃত্বে অভিজ্ঞতা অগাধ। যিনি ২০১৬-য় সানরাইজার্স হায়দরাবাদকে আইপিএলে চ্যাম্পিয়ন করেন। সবথেকে বেশি জয়ের হিসাবেও ওয়ার্নার পঞ্চম সফলতম ক্যাপ্টেন। ৬৯ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৩৫টিতেই জিতেছেন তিনি। নেতৃত্বের চাপ তাঁর ব্যাটিংয়ে সেভাবে প্রভাব ফেলেনি। ক্যাপ্টেন হিসাবে ২৮৪০ রান করেছেন ৪৭.৩৩ গড়ে, ১৪২.২৮ স্ট্রাইক রেটে। একটা সেঞ্চুরি সমেত ২৬টি হাফসেঞ্চুরিও করেছেন তিনি।

গত আইপিএলে ওয়ার্নার দিল্লির হয়ে সর্বাধিক রান সংগ্রাহক। ৪৩২ রান করেছিলেন ১৫০.৫২ স্ট্রাইক রেটে। হাঁকিয়েছিলেন পাঁচটি হাফসেঞ্চুরিও।

যাইহোক, ব্যাক আপ উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে দিল্লি ক্যাপিটালস শুক্রবার নিল বাংলার অভিষেক পোড়েলকে। তবে তাঁকে খেলানোর ঝুঁকি দিল্লি নেয় কিনা, সেটাই দেখার। শনিবার দিল্লি ক্যাপিটালস প্ৰথম ম্যাচ খেলবে লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে।

দিল্লির সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, মিচেল মার্শ, মনীশ পান্ডে, সরফরাজ খান, রভম্যান পাওয়েল, অক্ষর প্যাটেল, কমলেশ নাগারকোটি, আনরিখ নর্জে, কুলদীপ যাদব, মুকেশ কুমার

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2023 who will keep wickets for delhi capitals in place of injured rishabh pant

Next Story
চার বছর পর IPL-এ উদ্বোধনী অনুষ্ঠান! ব্যাপক চমকে সুরে-নাচে ঝড় উঠছে মোদি স্টেডিয়ামে
Exit mobile version