Advertisment

ধোনির সেই 'বাজিগর' ইনিংসের পরেই দুঃসংবাদ! ভিডিও শেয়ার করে বুকে কাঁপুনি ধরালো CSK, দেখুন

ধোনিকে নিয়ে বড়সড় দুঃসংবাদ

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

বুধবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে সেরার সেরা জয় ছিনিয়ে নেওয়ার মুখেই ছিল সিএসকে। শেষ ওভারে ২১ রানের টার্গেটের সামনে ধোনি পরপর জোড়া ছক্কা হাঁকিয়ে জয়ের কাছে পৌঁছে দিয়েছিলেন দলকে। তবে মাথা ঠান্ডা রেখে সন্দীপ শর্মা ইয়র্কারে ধোনি-জাদেজাকে আটকে দেন।

Advertisment

ম্যাচের পরের দিন বৃহস্পতিবার সিএসকের তরফে একটি ভিডিও শেয়ার করা হয়, যেখানে দেখা যাচ্ছে ধোনি মাঠ ছাড়ার সময় হালকা খোঁড়াচ্ছেন। সেই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, "একজন যোদ্ধা, একজন বর্ষীয়ান, একজন চ্যাম্পিয়ন- এক এবং একমাত্র!"

সিএসকে কোচ স্টিফেন কনস্টানটাইন কনফার্ম করেন পরে যে ধোনি হাঁটুতে চোট রয়েছে। "ওঁর হাঁটাচলা দেখেই স্পষ্ট ও হাঁটুতে চোট নিয়ে খেলছে। পুরোপুরি নিজেকে মেলে ধরতে যা বাধা সৃষ্টি করছে। পেশাদারিদের মতই ও নিজের ফিটনেস ধরে রেখেছে। কয়েক মাস আগেই ও এখানে চলে এসেছিল। রাঁচিতেও অল্পবিস্তর প্র্যাকটিস করেছিল। তবে চেন্নাইয়ে আসার একমাস আগে ওঁর প্রিসিজন চালু হয়ে গিয়েছিল।"

"ম্যাচ কন্ডিশনে আসার জন্য ও প্রবল পরিশ্রম করেছে। ও এখনও দুরন্ত খেলছে। ও নিজেকে যেভাবে প্রস্তুত করে, সেই বিষয়ে আমরা বরাবর আত্মবিশ্বাসী থাকি। বরাবর ও চালু গতির সঙ্গে নিজেকে মানিয়ে নেয়।" বলেছেন সিএসকে কোচ।

রাজস্থানের বিপক্ষে ধোনি চেন্নাইয়ের নেতা হিসেবে ২০০তম আইপিএল ম্যাচ খেলতে নেমেছিলেন। সেই ম্যাচে রবীন্দ্র জাদেজার সঙ্গে দুরন্ত ৩০ বলে ৫৯ রানের পার্টনারশিপে ম্যাচ প্রায় বের করে এনেছিলেন। তবে ১৭ বলে ৩২ করলেও ফিনিশিং লাইন আর পেরোতে পারেনি। ১৭৫-এর জবাবে চেন্নাই থেমে যায় ১৭২-এ।

শেষ ওভারে ২১ রানের টার্গেট চেজ করতে নেমে ধোনির জোড়া ছক্কায় ম্যাচ কার্যত হাতের মুঠোয় চলে আসে চেন্নাইয়ের। তবে সন্দীপ শর্মা মাথা ঠান্ডা রেখে শেষ তিন বলে মাত্র তিন রান খরচ করেন। রাজস্থান ৩ রানে জয় ছিনিয়ে নেয়।

Read the full article in ENGLISH

IPL Mahendra Sing Dhoni CSK MS DHONI Chennai Super Kings
Advertisment