Advertisment

উমরানকে নিয়ে কি হায়দরাবাদ সংসারে গৃহযুদ্ধ! জাহির-পাঠানের বিস্ফোরণে কেঁপে গেল আইপিএল

উমরান মালিককে কার্যত খেলানোই হয়নি। প্ৰশ্ন হায়দরাবাদের নীতি নিয়ে

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ডেভিড ওয়ার্নারের সঙ্গে একই কাণ্ড ঘটেছিল। শেষমেশ ফ্র্যাঞ্চাইজি ছাড়তে বাধ্য হয়েছিলেন অস্ট্রেলীয় সুপারস্টার। ডিরেক্টর টম মুডির সঙ্গে নাকি সম্পর্কের অবনতি ঘটেছিল ওয়ার্নারের। নেতৃত্ব থেকে ছেঁটে ফেলা তো বটেই স্কোয়াডে না রাখা এমনকি দলের সঙ্গে মাঠে আসতেও বারণ করে দেওয়া হয়েছিল ওয়ার্নারকে।

Advertisment

এবার কোচ বদলেছে। ব্রায়ান লারা, ডেল স্টেইনদের মত কিংবদন্তিরা যথাক্রমে হেড কোচ এবং বোলিং কোচ। তবে ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক অবনতি হওয়ায় ট্র্যাডিশন বদল ঘটেনি হায়দরাবাদের। এবার হায়দরাবাদের বাদ-নীতির শিকার স্বয়ং উমরান মালিক। গত বছর আইপিএলের এমার্জিং বোলার হিসাবে উঠে এসেছিলেন। আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে জম্মু-কাশ্মীরের স্পিডগান জাতীয় দলের হয়ে ওয়ানডে, টি২০'তেও অভিষেক ঘটিয়ে ফেলেছিলেন। তবে চলতি আইপিএলে উমরানকে মাত্র ৭ ম্যাচে খেলানো হয়েছে। মাত্র ৫ উইকেট নিয়েছেন ১০.৩৫ ইকোনমি রেট সমেত। চলতি মে মাসে তো একটাও ম্যাচ খেলেননি।

কার্তিক ত্যাগি, ভুবনেশ্বর কুমার এবং নটরাজনকে খেলিয়ে যাওয়া হয়েছে ম্যাচের পর ম্যাচ। ভারতীয় পেসাররা ব্যর্থ হলেও জায়গা হয়নি উমরানের। এতেই হায়দরাবাদের সংঘাত নিয়ে জোরালো জল্পনা শুরু হয়েছে।

এমনকি ক্যাপ্টেন আইডেন মারক্রাম-ও ঠিক জানেন না কেন উমরান মালিককে খেলানো হচ্ছে না। আরসিবির বিপক্ষে টসের আগে প্রোটিয়াজ নেতা অবাক করে বলে দেন, "উমরান মালিকের বিষয়ে সত্যি কথা বলছি, বিশেষ কিছুই জানি না। অবশ্যই ওঁর বোলিং আমাদের কাছে এক্স ফ্যাক্টর। দেড়শ কিমি গতিতে নিয়মিত বল করে যেতে পারে। তবে পর্দার পিছনে কী হচ্ছে, তা নিয়ে আমি নিশ্চিত নই। তবে ও খুব গর্বের সঙ্গে খেলে। দলের ও অবশ্যই এক্স ফ্যাক্টর। ও এমন একজন যে অফুরান উৎসাহ আর প্রতিজ্ঞায় ভরপুর।"

ক্যাপ্টেনই নাকি জানেন না পর্দার পিছনে কী হচ্ছে। গোটা ঘটনায় মুখ খুলেছেন হর্ষ ভোগলে, জাহির খান থেকে ইরফান পাঠানের মত তারকারা। হর্ষ ভোগলে টুইটারে লিখে দেন, "ক্যাপ্টেন যখন বলেন বিহাইড দ্য সিন কী হচ্ছেন, জানেন না। তাহলে সেই ঘটনা দুশ্চিন্তার উদ্রেক করে। উমরান মালিককে ম্যাচে না নামানো নিয়ে আমিও হতভম্ব।"

ইরফান পাঠান সরাসরি বলে দিলেন, "লিগের দ্রুততম বোলারকে খেলানো হচ্ছে ন। আমাকে অবাক করছে। উমরান মালিককে দলের তরফে সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না।" একই সুরে জাহির খান জিও সিনেমায় আইপিএল বিশেষজ্ঞ হিসেবে বলে দিয়েছেন, "ফ্র্যাঞ্চাইজির তরফে উমরানের সঙ্গে মোটেই সঠিক ব্যবহার করা হচ্ছে না। ওঁকে ভালোভাবে পরিচর্যা করে ওঁর সার্ভিস পুরোপুরি ব্যবহার করা উচিত ছিল হায়দরাবাদের। একজন তরুণ সিমারের জন্য দলের পরিবেশ, সমর্থন ভীষণ গুরুত্বপূর্ণ। সেইসঙ্গে সঠিকভাবে গাইড করাও জরুরি। হায়দরাবাদে অন্তত সেরকমটা দেখা যাচ্ছে না। এই কারণেই ওঁকে এরকম সিজন কাটাতে হচ্ছে।"

সবমিলিয়ে হায়দরাবাদ ক্যাম্পে কি একঘরে হয়ে পড়ছেন উমরান, জল্পনা শুরু হয়ে গিয়েছে এখন থেকেই।

Read the full article in ENGLISH

Sunrisers Hyderabad IPL Zaheer Khan Irfan Pathan Umran Malik
Advertisment