Advertisment

AB De Villiers slams Sunil Gavaskar: কোহলিকে একটা কথাও নয়… বিরাটের পক্ষ নিয়ে গাভাসকারকে তুলোধোনা এবিডির, তুঙ্গে বিতর্ক

AB DE Villiers Statement: কোহলি বনাম গাভাসকার ইস্যুতে এবার নাক গলালেন এবিডি, করলেন চরম বিতর্কিত মন্তব্য

author-image
IE Bangla Sports Desk
New Update
AB DE Villiers Statement: এবি ডি ভিলিয়ার্স, বিরাট কোহলি, সুনীল গাভাসকার

AB De Villiers slams Sunil Gavaskar: কোহলির সঙ্গে এবং বিরুদ্ধে ডি ভিলিয়ার্স খেলেছেন। (ছবি-টুইটার)

Sunil Gavaskar Criticised Virat Kohli, IPL 2024: বিরাট কোহলির সম্পর্কে একটা কথাও বলবেন না। কোহলির পক্ষ নিয়ে গাভাসকারকে তুলোধনা করলেন এবি ডি ভিলিয়ার্স। এবারের আইপিএলে গোড়া থেকেই কোহলির পারফরম্যান্সের সমালোচনা হচ্ছিল। সুনীল গাভাসকারের মত কিংবদন্তি ব্যাটার পর্যন্ত কোহলির বিরুদ্ধে সরব হয়েছিলেন। তার জবাব ক্রিজে দিয়েছেন আরসিবি তারকা। চলতি আইপিএলেই ১৫ ম্যাচে কোহলি ৭৪১ রান করেছেন। গড় ৬১.৭৫। স্ট্রাইক রেট ১৫৪.৬৯। পেয়েছেন অরেঞ্জ ক্যাপও।

Advertisment

কোহলির সঙ্গে বছরের পর বছর খেলেছেন এবি ডি ভিলিয়ার্স। কখনও সঙ্গে, কখনও বিরুদ্ধে- দেখেছেন, কোহলি কীভাবে সমালোচনার মোকাবিলা করেন। সেই অভিজ্ঞতা থেকে ডি ভিলিয়ার্স বলেন, 'কোহলিকে নিয়ে এই সমালোচনায় আমি বিস্মিত। আমি ভাবলাম, এটা কীভাবে হতে পারে? একজন নায়ক। দেশের ক্রিকেটের একজন রোল মডেল, তাঁকে নিয়ে এত সমালোচনা! এটা কীভাবে সম্ভব? তবে, আমি এতে মজাও পেয়েছি। কারণ, আমি ওঁকে (কোহলি) ভালো করে চিনি। ও সমালোচনার মুখে পড়লে যে কী করে, সেটা আমি অন্তত জানি।'

ডি ভিলিয়ার্স বলেছেন, 'যত বছর আমি ওঁর বিরুদ্ধে খেলেছি, ড্রেসিংরুমে খেলোয়াড়দের বলতাম, মাঠে বিরাটকে একটাও কথা বলবে না। কারণ, তখন ওঁর নিজের খেলাটা বেরিয়ে আসে। তোমরা সমালোচনা করলে বা চিৎকার করলে ও কিন্তু সেঞ্চুরি করে দেবে।'

ডি ভিলিয়ার্স জানিয়েছেন, দল যখন বিপাকে পড়ে, তখন বহুক্ষেত্রেই দেখা গেছে যে কোহলি রীতিমতো ঢাল হয়ে দাঁড়ায়। দল হারলেও কোহলির পারফরম্যান্সে কোনও চিড় ধরে না। ডি ভিলিয়ার্সের কথায়, 'কোহলি সর্বকালের সেরাদের একজন। ওঁর মধ্যে জেতার একটা খিদে কাজ করে। ও এমন একজন খেলোয়াড় যে ব্যাটার হিসেবে যেটুকু প্রাপ্তি, সবটা অর্জন করেছে। তারপরও দেখুন, ওঁর মধ্যে কী ভীষণ খিদে। ফিল্ডিংয়ে নিজেকে নিংড়ে দিয়েছে। বিপক্ষের খেলোয়াড়কে রান আউট করার চেষ্টা করেছে। দুর্দান্ত ব্যাটিং করে দলকে তুলে ধরেছে। এটা ওঁর পক্ষেই সম্ভব।'

আরও পড়ুন-  কাটা ঘায়ে নুনের ছিটে কোহলিদের! অপমানজনক পোস্ট CSK তারকার, মুছলেন বিতর্ক হতেই

আর, সেসব মাথায় রেখেই ডি ভিলিয়ার্স পরামর্শ দিয়েছেন, গাভাসকারের মত কেউ যেন ভুল করেও কোহলির সমালোচনা না করেন। অবশ্য যদি করেন, তাতে ভারতেই লাভ। সামনেই টি-২০ বিশ্বকাপ। কোহলি সেই দলে আছেন। সেখানে ভারতের ব্যাটিংয়ে কোহলি এক বড় স্তম্ভ। গত বছর একদিনের বিশ্বকাপে ভারত রানার্স হয়েছে। সেই প্রতিযোগিতায় কোহলি দুর্দান্ত ব্যাটিং করেছিলেন। টি-২০ বিশ্বকাপেও সমর্থকদের তাঁর ওপর বিরাট প্রত্যাশা।

IPL Royal Challengers Bangalore AB de Villiers RCB Sunil Gavaskar IPL 2024
Advertisment