Abhishek Sharma in Team India: শুভমান গিল, যশস্বী জয়সওয়ালদের পর এবার টিম ইন্ডিয়ার জন্য উঠে এল আরও এক নতুন মুখ। যাঁকে আগামী বছর ভারতীয় টি-২০ দলে দেখার আশা করছেন বিশেষজ্ঞদের অনেকেই। তিনি অভিষেক শর্মা, এবারের আইপিএলের ফসল। গত আইপিএল যেমন রিংকু সিংকে উপহার দিয়েছিল। এবারের আইপিএল ভারতীয় ব্যাটিং দুনিয়াকে অভিষেক উপহার দিয়েছে।
বুধবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে লখনউয়ের হারের পিছনে অভিষেকের লম্বা ব্যাটিংয়ের দায় অনেকটাই। ৮টি চার এবং ৬টি ছক্কায় এসআরএইচের ব্যাটার যে লখনউয়ের মালিক গোয়েঙ্কাকে তিক্ত করে তুলেছেন, এটা বলাই বাহুল্য। তবে, প্রতিপক্ষ যাই হোক না কেন। ২৮ বলে অপরাজিত ৭৫ রানের ইনিংসে অভিষেক রীতিমতো মুগ্ধ করেছেন ক্রিকেট বিশেষজ্ঞদের।
এবারের আইপিএলে অভিষেক ১২ ম্যাচে ৪০১ রান করেছেন। স্ট্রাইক রেট ২০৫.৬৪। রয়েছে দুটি অর্ধশতক। এবারের টি২০ বিশ্বকাপের সদস্য বিরাট কোহলি, সঞ্জু স্যামসন, ঋষভ পন্থ, শিবম দুবে, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব আর রোহিত শর্মার থেকে অভিষেকের স্ট্রাইক রেট অনেক ভালো।
তরুণ প্রতিভার দুর্দান্ত ব্যাটিং দেখে মাইক হেসন তো বিরাট ভবিষ্যদ্বাণী করে ফেলেছেন। তিনি বলেছেন, টি-২০ বিশ্বকাপের পর অভিষেক টিম ইন্ডিয়ার স্কোয়াডে ঢুকলে তিনি অবাক হবেন না। হেসন অভিষেকের অ্যাকশন-প্যাকড ব্যাটিংয়ে মুগ্ধ। পাওয়ার প্লেতে অভিষেক যেভাবে স্পিন সামলেছেন, তার রীতিমতো তারিফ করেছেন এই ক্রিকেট বিশেষজ্ঞ।
আরও পড়ুন- মহিলা টাইগারদের ঘরে ঢুকেই ৫-০ ভারতের! সিরিজে চুনকাম করে দেশে ফিরছেন হরমনপ্রীতরা
হেসনের কথায়, 'ও পাওয়ার প্লে-তে স্পিন অসাধারণ খেলছে। পেসের বিরুদ্ধেও ভালো খেলছে। নিঃসন্দেহে ছেলেটি একজন ভালোমানের ক্রিকেটার। একজন বাউন্ডারি হিটার। একজন সিক্স হিটার। জয়সওয়াল, শুভমানদের পাশাপাশি কিছুদিন পর থেকে ওর কথাও দর্শকরা বলতে শুরু করবে।' তবে, বিশেষজ্ঞদের একাংশের ধারণা, অভিষেক যদি ভারতীয় দলে ঢোকে, তবে রোহিত বা কোহলির অধ্যায়ের সমাপ্তি ঘটবে। কারণ, অভিষেক একজন ভালো ওপেনার। তাঁকে রোহিতের পরিবর্তে বা জয়সওয়াল বা গিলের সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারে।