Advertisment

Ambati Rayudu comments on RCB: স্বার্থপর নয়, টিমম্যান নিয়ে আসুক আরসিবি! কোহলির দিকে ইঙ্গিত করে বেঙ্গালুরুকে বিস্ফোরক পরামর্শ রায়ুডুর

RCB in IPL 2024: ২০০৮ সালে আইপিএল শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির ড্রেসিংরুমে ট্রফি ঢোকেনি। ছ'বারের আইপিএল-জয়ী অম্বাতি রায়ুডু তাঁর এক্স অ্যাকাউন্টে (পূর্বে টুইটার নামে পরিচিত) এনিয়ে আরসিবি (RCB) টিম এবং তাদের ম্যানেজমেন্টকে খোঁচা দিয়েছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Virat Kohli, Ambati Rayudu, বিরাট কোহলি, অম্বাতি রায়ু়ডু

Virat Kohli-Ambati Rayudu: বামদিকে অম্বাতি রায়ুডু ও ডানদিকে বিরাট কোহলি। (ছবি- টুইটার)

Ambati Rayudu mocks RCB: বেঙ্গালুরুর কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলিকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন সদস্য তথা বর্তমান ধারাভাষ্যকার অম্বাতি রায়ুডু। বুধবার এলিমিনেটরে রাজস্থান রয়্যালসের কাছে চার উইকেট হেরে এবারের আইপিএল থেকে বিদায় নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। ২০০৮ সালে আইপিএল শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির ড্রেসিংরুমে ট্রফি ঢোকেনি। ছ'বারের আইপিএল-জয়ী অম্বাতি রায়ুডু তাঁর এক্স অ্যাকাউন্টে (পূর্বে টুইটার নামে পরিচিত) এনিয়ে আরসিবি (RCB) টিম এবং তাদের ম্যানেজমেন্টকে খোঁচা দিয়েছেন।

Advertisment

কার্যত কটাক্ষের সুরেই রায়ুডু বলেছেন, 'বছরের পর বছর, যে আরসিবি সমর্থকরা দলটাকে সমর্থন করে যাচ্ছেন, আমার মন তাঁদের জন্য কাঁদে। ব্যক্তিগত মাইলফলক স্পর্শ করার আগে দলের স্বার্থের কথা ভাবলে আরসিবি একাধিক ট্রফি জিতত। আরসিবি ম্যানেজমেন্টকে এমন খেলোয়াড়দের আনতে বাধ্য করুন, যাঁরা দলের স্বার্থ আগে দেখবে। এবছরের শেষের মেগা নিলাম থেকেই সেটা শুরু করতে পারেন।'

বছর ৩৮-এর রায়ুডু এর আগেই বারবার বেঙ্গালুরুর সমালোচনায় সরব হয়েছেন। শনিবার বেঙ্গালুরুর কাছে প্লে অফ পর্বে ওঠার ম্যাচে চেন্নাই হেরে যায়। সেই সময় বেঙ্গালুরুর খেলোয়াড়দের উচ্ছ্বাস এবং বেঙ্গালুরুর সমর্থকদের পথে নেমে বিজয়োৎসব সম্পর্কে রায়ুডু তীব্র কটাক্ষ করেছিলেন। শুধু তাতেই থামেননি। কটাক্ষ করে চেন্নাই শিবিরকে বলেছিলেন, তাদের জেতা পাঁচটা ট্রফির একটা বেঙ্গালুরুকে দিয়ে দিতে। এলিমিনেটর রাউন্ডে রাজস্থান রয়্যালস (RR)-এর কাছে আরসিবি হারার পর কটাক্ষের সুরে রায়ুডু বলেছেন, 'সিএসকে-কে হারালেই ট্রফি (আইপিএল) জেতা যায় না।'

চলতি মরশুমের প্রথমার্ধে, আরসিবি তাদের আটটি খেলার মধ্যে মাত্র একটিতে জিতেছে। বেঙ্গালুরুর সেই কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে বিরাট কোহলিকে একহাত নিয়েছেন রায়ুডু। তিনি বলেছেন, 'আরসিবিকে দেখুন, ওদের দিকে তাকান, দেখুন চাপের পরিস্থিতিতে কারা দায়িত্ব নিয়ে ব্যাট করছে। তরুণ ব্যাটসম্যান আর দীনেশ কার্তিক। আপনার বড় নামী খেলোয়াড়, আন্তর্জাতিক খেলোয়াড়, যাঁদের চাপ নেওয়ার কথা, তাঁরা কোথায়? সবাই তখন ড্রেসিংরুমে। ১৬ বছর ধরে এই দলটার এমনটাই চলছে।'

আরও পড়ুন- বিশ্বকাপে মোহালি ম্যাচের কথা মনে আছে… আফ্রিদির নাম শুনেই পাক সাংবাদিককে লজ্জায় ফেললেন রায়না

এতেই থামেননি ঠোঁটকাটা রায়ুডু। সোজাসাপটা বলেছেন, 'যখন চাপ থাকে তখন বেঙ্গালুরু কোনও বড় খেলোয়াড়, নামী খেলোয়াড় খুঁজে পায় না। তরুণ খেলোয়াড়দেরকেই চাপের মুখে অর্ডারে এগিয়ে দেওয়া হয়। বড় নামী খেলোয়াড়রা শুধু ক্রিমটা খায়। এমন দল কখনও জিততে পারে না। এই কারণেই বেঙ্গালুরু এখনও পর্যন্ত আইপিএল জেতেনি।'

IPL Royal Challengers Bangalore Virat Kohli RCB Ambati Rayudu CSK Chennai Super Kings IPL 2024
Advertisment